অলরাউন্ডার সাকিবের বোনের বিয়ে

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের বিয়ে সম্পন্ন হয়েছে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে। যদিও অয়োজনটি ছিল ঘরোয়াভাবে। বৃহস্পতিবার ঢাকার সেনামালঞ্চে আকদ অনুষ্ঠিত হয়। দুই পরিবারের একান্ত কাছের মানুষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছোট ভাই আলী আহমেদ মোল্লার ছেলে সাইফ। লেখাপড়া শেষ করে এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন সাইফ।
এ বিয়ের জন্যই মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছুটি নিয়েছেন সাকিব। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ ইংল্যান্ডগামী বিমানে ওঠার কথা রয়েছে সাকিবের। আগামীকাল সাসেক্সে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। মুস্তাফিজও যাবেন সাকিবের সঙ্গে।
আজ সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশসেরা এই অধিনায়কের স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরে আসেন তিনি। আজ সাকিব-মুস্তাফিজের সঙ্গে বিমানে উঠবেন মাশরাফিও।
মাশরাফি না থাকায় সাসেক্স একাদশের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। ইনজুরি সেরে ওঠায় আজ দলের সঙ্গে দেখা যেতে পারে ওপেনার তামিম ইকবালকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন