অলৌকিকভাবে বেঁচে গেল শিশু রিয়ান-মেঘলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর গ্রামটি এখন শোক মুহ্যমান। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হওয়ার ঘটনায় এ গ্রামে চলছে শোকের মাতম। স্তব্ধ ও হতবিহ্বল হয়ে পড়েছেন গ্রামবাসী।
গ্রামের শোকার্ত নারী, পুরুষ ও শিশুরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, এর আগে তারা এ গ্রামে এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যু দেখেননি।
নিহতদের পরিবার প্রধান মকবুল হোসেনের বাড়িতে গিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর তার পরিবারে বেঁচে আছেন তার একমাত্র ভাই আকবর হোসেন। তিনিও গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়া মেডিকেল চিকিৎসাধীন আছেন।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় জালাল প্রামানিক ও তার স্ত্রী রিনা খাতুন ওরফে অঞ্জনা নিহতের ঘটনায় এতিম হয়ে পড়েছেন চয়ন ইসলাম (১০) ও ফুলছুরাত (৫) নামের এ দুই ভাই-বোন। আপন বলতে আর কেউই রইল না তাদের।
মা হারা হলেন নিহত রেনু খাতুনের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী রেশমা, ফিরোজা খাতুনের মেয়ে রিয়া (১)। সন্তানহারা হলেন বন্যা খাতুনের মা মাজেদা।
বড় মহারাজপুর গ্রামের মওলানা নিজাম উদ্দিন জানান, আমার জীবনে এই গ্রামে এত বড় শোকের ঘটনা আগে আর কোনো দিন দেখিনি।
তিনি আরও জানান, গ্রামের লাশের সারি, আপনজন হারানোদের আহাজারি এবং কবরস্থানে গিয়ে লাশের জন্য করা সারি সারি কবর দেখে সবাই হতবিহ্বল।
মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ নামক স্থানে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি ও উল্লাপাড়াগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নয়জন নিহত হয়। আহত হয় আরও ১৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অলৌকিকভাবে বেঁচে গেল শিশু রিয়ান-মেঘলা
সড়ক দুর্ঘনায় বড় মহারাজপুর গ্রামের একই পরিবারের নয়জন নিহত ও ১৫ জন আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় রিয়ন (৭ মাস) ও মেঘলা (৬ মাস)।
এ দুর্ঘনায় পর উদ্ধার কর্মীরা তাদের একটি খরের গাদার পাশ থেকে উদ্ধার করে।
এরপর পুলিশ তাদের গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া হাসাপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
নিহত নয়জনের দাফন সম্পন্ন
এদিকে নিহত নয়জনের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে বড় মহারাজপুর গ্রামের কবরস্থানে সারিবদ্ধভাবে লাশ দাফন করা হয়।
জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কিতিক নের্তৃবৃন্দ ও গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেয়।
চোখের জ্বলে তারা স্বজন ও প্রতিবেশীদের শেষ বিদায় জানিয়ে দাফন সম্পন্ন করেন। এ সময় জানাজার মাঠে তিল ধারণের জায়গা ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন