অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরী

হোতাপাড়ায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং। আজ একটি সিক্যুয়েন্সের শুটিংয়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ছবির নায়িকা পরী মণি। পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান, অল্পের জন্য ট্রেন দুর্ঘটনায় পড়েননি এই অভিনেত্রী।
পরিচালক শামীম বলেন, ‘আমরা সাধারণত ঝুঁকিপূর্ণ কাজগুলোয় ডামি ব্যবহার করি। কিন্তু আজ পরী এবং নায়ক আরজু ডামি ছাড়া নিজেরাই শট দিচ্ছিলেন। সিক্যুয়েন্সটা এমন ছিল যে আরজু নিজের হাত রেল লাইনের সাথে তালা মেরে চাবিটা নদীতে ফেলে দেয়। পরী সেই চাবি নদী থেকে তুলে রেললাইন থেকে আরজুর হাত ছুটাতে চায়। পেছনে ট্রেন আসছে। আমরা শট নিয়ে ব্যস্ত। পরী তালা খুলছে, এর মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি চলে গেল। অল্পের জন্য বেঁচে গেছে সে।’
এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ মানসিক ধাক্কার মধ্যে রয়েছেন পরী। তিনি বলেন, “আমি শট দিচ্ছিলাম। পেছনে টের পাচ্ছি ট্রেন খুব কাছে চলে এসেছে। আমি ডিরেক্টরের ‘কাট’ শোনার অপেক্ষায় আছি। শট শেষ করতেইএকটা বাতাস আমাকে পাশের ক্ষেতে ছুড়ে ফেলে দেয়। তার পর শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আমার দুহাত পাশ দিয়ে ট্রেনটি চলে গেল। আমি বেঁচে আছি, এখনো কিছু মাথায় ঢুকছে না।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির শেষ পর্যায়ের শুটিং শেষ হচ্ছে আগামীকাল। হোতাপাড়া ছাড়াও ছবিটির শুটিং পুবাইলের বিভিন্ন জায়গায় করা হয়েছে। পরী মণি, আরজু ছারা ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, খলনায়ক ডন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন