অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ
শুটিং চলাকালে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
জানা গেছে, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিং চলছিল পরিচালক আনন্দ এল রাই’র আগামী ছবির। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটের অস্থায়ী ছাদ।
ওই সময় ওই সেটেই উপস্থিত ছিলেন শাহরুখ। নায়ক একটুর জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন দুজন। যেখানে দুর্ঘটনা ঘটে শাহরুখ ঠিক তার উল্টো দিকেই বসেছিলেন। তাই বড় কোনো অঘটন ঘটেনি।
দুর্ঘটনার পর রাই বলেন, ‘সৌভাগ্যের বিষয় বড় কিছু ঘটেনি। ছাদ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়। আপাতত শুটিং কিছু দিন বন্ধ থাকবে।’
রাই’র নাম ঠিক না হওয়া এই ছবির জন্য ফিল্ম সিটি স্টুডিওতে তৈরি হয়েছে বিরাট সেট। ফুটিয়ে তোলা হয়েছে মিরাটের অলি-গলি। ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
এই ছবিতে ‘বলিউড বাদশা’র রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘যব তক হ্যায় জান’র পর ফের এই ছবিতে তিন নকে এক সঙ্গে দেখা যাবে।
এর আগেও বেশ কয়েকবার ছবির সেটে দুর্ঘটনার মুখে পড়েছেন শাহরুখ। ‘ডর, রা. ওয়ান, চেন্নাই এক্সপ্রেস’ ছবির সেটে শুটিং চলাকালে আহত হয়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













