অশান্ত পরিবেশে সুবিধা নিতে চায় না বিএনপি
বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে অশান্ত পরিবেশ বিরাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঐতিহাসিক জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। শহীদ জিয়া স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের অশান্ত পরিবেশে বিএনপি কোনো সুবিধা নিতে চায় না। ইতিমধ্যে বিদেশি অনেক শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের মালিকরা বাংলাদেশে আসতে অনিহা প্রকাশ করেছেন। ফলে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার গণবিরোধী হয়ে উঠছে। তারা আইনকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করছে। এভাবে চলতে থাকলে দেশ কখনো অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে না।’
দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি ও জামায়ত জড়িত- প্রধানমন্ত্রী ছেলে জয়ের এমন ব্যক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার বক্তব্য হাস্যকর ও অবিশ্বাস্য ছাড়া আর কিছুই নয়।’
একই সঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে কখন কোথায় চোখ ও পায়ের চিকিৎসা করছে তার দলের নেতারা জানার আগে সরকার জানে। তারপরও এ ধরনের কথা কিভাবে বলে?’
তিনি বলেন, ‘বর্তমান দেশে যে গণতন্ত্র চলছে সেটাকে কোনোভাবে গণতন্ত্র বলা যায় না। কারণ দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশে নেই। জনগণের জীবনযাপনের কোনো নিশ্চয়তা নেই। স্বৈরশাসক এরশাদের সময়েও এমন অনিশ্চয়তা ছিল না।’
বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল. সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদাক লুৎফুর রহমান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন