অশ্বিন-জমানা কি শেষ। নতুন যুগের সূচনা কি হতে চলেছে ভারতীয় ক্রিকেটে
রবিচন্দ্রন অশ্বিন সিংহাসন হারালেন। তাঁকে সরিয়ে মুকুট উঠল রবীন্দ্র জাদেজার মাথায়। তবে কি নতুন কোনও যুগের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে?
কোথায় গেলেন রবিচন্দ্রন অশ্বিন! তাঁকে ছাপিয়ে গেলেন সতীর্থ রবীন্দ্র জাদেজাই। আইসিসি-র র্যাংকিংয়ে অশ্বিন পিছনে। সবার উপরে জাদেজা। ব্যাপারটা যা দাঁড়াল, তা হল, নিজের সতীর্থের কাছেই শীর্ষস্থান হারাতে হল ভারতের চ্যাম্পিয়ন অফ স্পিনারকে। চলতি অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাদেজা। কখনও ব্যাট হাতে আবার কখনও বল হাতে পারফরম্যান্স দেখিয়ে চলেছেন বাঁ হাতি এই অলরাউন্ডার। রাঁচীতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন জাদেজা। গোটা ম্যাচে পেয়েছেন ন’উইকেট। এখনও পর্যন্ত সিরিজে জাদেজা সংগ্রহ করেছেন ২১টি উইকেট। আর এই পারফরম্যান্সের জন্যই বোলারদের তালিকায় একনম্বরে উঠে এলেন জাদেজা।
অর্থাৎ দীর্ঘদিন ধরে শীর্ষস্থান আগলে রাখা ভারতীয় অফস্পিনার অশ্বিন নেমে গেলেন দ্বিতীয় স্থানে। ৮৯৯ পয়েন্ট নিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে একনম্বরে বাঁ হাতি ক্রিকেটার। দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন পেয়েছেন ৮৬২ পয়েন্ট। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৮৫৪) তিন নম্বরে রয়েছেন। চারে অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড (৮৪২) ও পাঁচে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮১০)।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ (৯৪২ পয়েন্ট)। বেঙ্গালুরু ও রাঁচী টেস্টে তাঁর ব্যাট কথা বলেছে। মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে ২০২ রান করেন চেতেশ্বর পূজারা। ৮৬১ পয়েন্ট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে জো রুট। চতুর্থ স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি (৮২৬ পয়েন্ট)। পাঁচ নম্বরে কেন উইলিয়ামসন (৮২৩)।
তবে র্যাংকিং দেখে মোটেও বলা সম্ভব নয়, অশ্বিন যুগ শেষ। যে কোনও সময়ে তিনি ফিরে আসতেই পারেন। আইসিসি র্যাংকিংয়ে জাদেজাকে সরিয়ে একনম্বর জায়গা আবার দখল করেই নিতে পারেন এই অফস্পিনার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন