‘অসংখ্য ধন্যবাদ শাবানা আপা ও ওয়াহিদ সাদিক দুলাভাইকে’

কিংবদন্তি অভিনেত্রী শাবানার হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ নিয়ে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।
ফেসবুকে গুলজার লিখেছেন, ‘২০ বছর পর শাবানা আপার হাতের রান্না খেলাম। শুধু খাওয়া দাওয়াই নয়, দারুন আড্ডাও হলো। আর এর সবই সম্ভব হয়েছে আমাদের সবার প্রিয় দুলাভাই জনাব ওয়াহিদ সাদিকের জন্য। পেট ভরে খেয়েছি, মন খুলে স্মৃতিচারন করেছি আর প্রান খুলে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ শাবানা আপা ও ওয়াহিদ সাদিক দুলাভাইকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের মাঝেই থাকুন।
আরেকটি কথা, শাবানা আপার উপস্থিতিতেই ওয়াহিদ সাদিক দুলাভাই ঘোষনা দিয়েছেন – এখন থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবেন।
ওয়াহিদ সাদিক দুলাভাই জানান, গত ১৯ জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী শাবানাকে যে সম্মান ও আন্তরিকতা দেখিয়েছেন তাতে আমরা মুগ্ধ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরনাতেই এ দেশের জনমানুষের পাশে থাকবো, তাদের সুখ-দু:খ ভাগাভাগি করে নিবো। প্রধানমন্ত্রীর কার্যক্রম এগিয়ে নেবার যুদ্ধে আমরাও সৈনিক হবো।
জনাব ওয়াহিদ সাদিক বলেন, আমি রাজনীতি কিংবা রাজনৈতিক দল বুঝিনা, আমি বুঝি জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর মত মানুষ হয় না। তাঁর মধ্যে দেখেছি বঙ্গবন্ধুর মত দেশ ও দেশের জন্য অপরিসীম ভালোবাসা। সেই সাথে দেখেছি দেশ ও জনগণের কল্যান কাজে তাঁর কী অদম্য স্পৃহা!
ওয়াহিদ সাদিক বলেন, আমরা মনেকরি, দেশ পরিচালনায় এই মুহূর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আমরা তাঁর পাশে থাকতে চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন