অসদাচরণ : তিন আইনজীবীকে বার থেকে অপসারণ
অনিয়ম, দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগে তিনজন আইনজীবীর বার কাউন্সিল সনদ বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশিস রায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
একইসঙ্গে তিনজনকে আইনপেশা থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন- ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন লাকি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিন।
বেঞ্চ অফিসার কামনাশিস বলেন, পেশাগত অসদাচরণের দায়ে বাংলাদেশ বার কাউন্সিলের দুটি পৃথক ট্রাইব্যুনাল গতকাল সোমবার রায় ঘোষণা করেন। রায়ে তিনজন আইনজীবীর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ বাতিল করা হয়। তবে তাঁরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন বলে জানান তিনি।
এর মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান মো. ইয়াহিয়ার নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ আইনজীবী মিনারা খাতুন লাকির সনদ বাতিল করে অপসারণের নির্দেশ দেন। এ ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন- বিচারক পারভেজ আনাম খান,শেখ আখতার উল ইসলাম।
আইনজীবী মিনারা খাতুন লাকির বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া, বানোয়াট ও সাজানো জামিননামা এবং মুক্তির আদেশ তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করেন। ২০১১ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে মোসাম্মদ বিউটি নামের এক বিচারপ্রার্থী এ অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আইনজীবীকে অপসারণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
অপরদিকে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল ৫-এর চেয়ারম্যান পারভেজ আনাম খানের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য মো.শফিউল আজম চৌধুরী ও মো.তসলিম উদ্দিনের সনদ বাতিল করেন এবং তাঁদের অপসারণের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারক মো. মাসুদ সালাউদ্দিন ও রেজাউল করিম মন্টু।
অপসারণ করা চট্টগ্রামের দুই আইনজীবীর বিরুদ্ধে ২০১০ সালের ২৭ জানুয়ারি মোসাদ্দেক চৌধুরী নামে এক বিচারপ্রার্থী অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একটি নালিশি সম্পত্তি মামলা বিচারাধীন অবস্থায় পরস্পর যোগসাজশে নালিশি সম্পত্তি নিজ ও স্ত্রীদের নামে রেজিস্ট্রেশন, বায়নানামা তৈরি করেন। এটি পেশাগত অসদাচরণ এবং বার কাউন্সিলের আইন ও বিধির পরিপন্থী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন