অসমে নাশকতা ঘটাতে ঢুকে পড়ল বাংলাদেশি জেহাদিরা

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে সাত জঙ্গি ঢুকে পড়েছে ভারতে৷ মণিপুরের কোনও এক গোপন ডেরায় রয়েছে তারা৷ লক্ষ্য অসমের মাটিতে নাশকতা চালানো৷ এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ সন্দেহভাজন ওই ৭ বাংলাদেশি জঙ্গি সিলেট থেকে সীমান্ত পার করে অসমের করিমগঞ্জে ঢুকেছে৷ সীমান্ত পেরিয়ে তারা মণিপুরে ‘সেফ হাউস’-য় চলে গিয়েছে৷ ফলে সতর্কতা জারি হয়েছে মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামেও৷
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, মণিপুরের ‘সেফ হাউস’ নিরাপদ ঘাঁটি থেকেই অসমে ঢোকার পরিকল্পনা করেছে ওই সাত জঙ্গি৷ বাংলাদেশি জেহাদি দলটিকে রুখতে অসম-মণিপুর সড়কে চলছে বিশেষ চেকিং৷ জানা গিয়েছে, করিমগঞ্জ সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভূখণ্ডে সন্দেহভাজনদের উপস্থিতির পরই সতর্ক হয় বিএসএফ ও পুলিশ৷ তারপরেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশ ঘিরে উদ্বিগ্ন অসম সরকার৷
গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার ভয়াবহ গুলশন হামলা হয়৷ তখনই জানা গিয়েছিল অসম জঙ্গিদের বিশেষ টার্গেট৷ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এই রিপোর্ট দিয়েছে৷ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও নব্য জেএমবি জঙ্গিদের রুখতে অসম সীমান্তে বিশেষ নিরাপত্তার কথা জানায় রাজ্য সরকার৷
২০১৪ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়৷ তদন্তে উঠে আসে জেএমবি জঙ্গিদের জালচক্র৷ ভারতে ঘাঁটি গেড়ে বাংলাদেশে সরকার পতন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চক্রান্ত করা হয়েছিল৷ অসম-বাংলাদেশ সীমান্ত এলাকায় ছড়িয়ে থাকা জঙ্গি জালের সন্ধান পায় এনআইএ৷ ধরা পড়ে একাধিক চাঁই৷ এখনও বেশ কয়েকজন অধরা ৷ এরপরেই গত বছর ঢাকার গুলশনে জঙ্গি হামলায় কেঁপে যায় আন্তর্জাতিক মহল৷ গোয়েন্দা রিপোর্ট বলছে, সেই হামলার পর কয়েকজন শীর্ষ জেএমবি ও নব্য জেএমবি নেতা ভারতে আত্মগোপন করেছে৷ তারাই উত্তরপূর্ব ভারতে নাশকতার ছক করেছে৷ খবর কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন