শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অসামান্য প্রভাবশালীদের বিশেষ ৯ অভ্যাস জেনে রাখুন

১. নিজের বিষয়ে গভীরভাবে ভাবেন
এমন ব্যক্তিত্বরা চলতি জনপ্রিয় বিষয়ে ঝাঁপিয়ে পড়েন না। সব ক্ষেত্রে নিজ চিন্তাধারার প্রয়োগ ঘটান। বাস্তবতার নিরিখে পর্যবেক্ষণ করতে অভ্যস্ত তাঁরা। অকাট্য পরিস্থিতি ইতিবাচক হলে মানসিকতা বদলে ফেলতে প্রস্তুত থাকেন।

২. পরিবর্তনপ্রত্যাশী
প্রভাবশালী ব্যক্তিত্বরা কখনোই নিশ্চিত সমাধানেও তুষ্ট হতে পারেন না। প্রতিটা সমাধানের পর তাঁদের প্রশ্ন থাকে, ‘যদি এমন হয়…?’ আরো ভালো কিছু পেতে তাঁরা প্রয়োজনে প্রচলিত জনপ্রিয় ধারাকে উপড়ে ফেলতে দ্বিধা করেন না।

৩. আলোচনায় আগ্রহী
এ ধরনের মানুষ যখন কথা বলেন তখন আলাপচারিতা অতিগুরুত্বপূর্ণ বক্তব্য হয়ে চারদিকে প্রভাব ছড়াতে থাকে। সেখান থেকে একের পর এক নতুন বিষয় বেরিয়ে আসে এবং নতুন দিকের উন্মোচন ঘটায়। তাঁরা ব্যাপক আলোচনায় বিশ্বাসী। তাঁদের বার্তায় মানুষ নতুন ধারণার দিশা পায়।

৪. নেটওয়ার্কের জাল ছড়িয়ে দেন
অনেকেরই বিস্তৃত পরিচিত মহল রয়েছে। কিন্তু মারাত্মক প্রভাবশালী মানুষরাই জানেন কিভাবে সম্পর্কে স্থায়ীত্ব দিতে হয়। তাঁরা নিজ নেটওয়ার্কে যুক্ত অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। জানার উদ্দেশ্যে তাঁরা নিজেদের জ্ঞান ছড়িয়ে দিতে থাকেন। জ্ঞানের আদান-প্রদানে সিদ্ধহস্ত হয়ে ওঠেন অসামান্য প্রভাবশালীরা।

৫. মুখ্য বিষয়েই মনোযোগ দেন
ছিটেফোঁটা নিয়ে সময় নষ্ট করেন না তাঁরা। যেকোনো বিষয়ের আবর্জনা পৃথক করতে পারেন সহজে। তাঁরা সেই সব বিষয়ে বলেন ও ব্যস্ত হয়ে ওঠেন, যা কিনা মজ্জা বলে বিবেচিত হতে পারে।

৬. ভিন্নমতে সমমনা হতে পারেন
প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। ভিন্নমত আরো বেশি গ্রহণযোগ্য হলেও অধিকাংশ মানুষ তা মেনে নিতে পারে না। এ ক্ষেত্রে উল্টো বৈশিষ্ট্যের অধিকারী দারুণ প্রভাবশালী ব্যক্তিরা। নিজস্ব মতামতের চেয়ে ভালো কিছু পেলে সাদরে গ্রহণ করে নেন।

৭. তাঁরা উদ্ভাবক
নয়া আইডিয়া বা প্রযুক্তি পেতে অপেক্ষায় থাকে মানুষ। কিন্তু প্রভাবশালীরা এতে রাজি নন। নিজেই আইডিয়া খুঁজে বের করে আনার চেষ্টা করেন। জীবনের অনেক ক্ষেত্রেই তাঁদের উদ্ভাবক বা সৃষ্টিশীল ভূমিকায় দেখা যায়।

৮. প্রতিক্রিয়া না দেখিয়ে জবাবে বিশ্বাসী
কেউ বড় ধরনের ভুল করলে তাঁরা চটপট প্রতিক্রিয়া দেখান না, তাঁরা ভাবেন। ভুলের সঙ্গে বাস্তব অবস্থা ও ভবিষ্যৎ দেখার চেষ্টা করেন। এরপর তাঁরা ভুল ধরিয়ে দিতে বা শুধরে নিতে জবাব দেন। আবেগতাড়িত প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরো ঘোলাটে করতে চান না।

৯. তাঁরা নিজের প্রতি বিশ্বস্ত
অসামান্য প্রভাবশালীরা সেরাদের সেরা হতে চান। নিজের স্বপ্ন, চাওয়া-পাওয়া আর লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রাখেন। তাঁরা মনে করেন, কোনো কিছুই ধরাছোঁয়ার বাইরে নয়। গন্তব্যে পৌঁছতে কেবল রাস্তাটা খুঁজতে থাকেন। অসম্ভব মনে হলেও তাঁদের গভীর বিশ্বাস, দুনিয়াটাকে বদলে দিতে একটা মানুষই যথেষ্ট।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়