অসুস্থ হয়ে আবারও হাসপাতালে চিত্রনায়ক শাকিব খান
অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার রাতে হঠাৎ শাকিব অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শাকিব খানের চাচাতো ভাই মনির জানান, শাকিব খান ডা. ওয়াদুদের চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ। আজ মঙ্গলবার শাকিব খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে।
এর আগে ১৩ এপ্রিল শাকিব খান বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার গ্যাস্টিকের সমস্যার কারণে বুকে ব্যথা হয়েছে। অনিয়মিত খাবার গ্রহণের কারণেই এমনটা হয়েছে।
বেশ কিছু দিন ধরে শাকিব খানের ওপর ধকল যাচ্ছে। প্রথম ধকলটা আসে অপু বিশ্বাসের কাছ থেকে। অপু একটি টেলিভিশনের লাইভে এসে বলেন শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। এই ঘটনার পর মিডিয়াতে তোলপাড় শুরু হয়।
এই টালমাটাল সময়ে শাকিব খান একটি সাক্ষাৎকারে বলেন, ‘যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?
শাকিবের এই কথায় ক্ষীপ্ত হয়ে ওঠেন চলচ্চিত্র পরিচালক সমিতিসহ বেশি কিছু সংগঠন। তারা শাকিব খানের বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলে উকিল নোটিশ পাঠায়। উকিল নোটিশ পাঠানোর সাত দিন পার হওয়ার আগেই শাকিব খানকে ১২ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন নিষিদ্ধ করে। পরে অভিনেতা আলমগীরের মধ্যস্থতায় শাকিব খান এসব সংগঠনের নেতাদের কাছে ক্ষমা চান।
শাকিব খানের শেষ ধকলটা পোহাতে হয় ৫ মে শুক্রবার রাতে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিবার্চন হয়। দিন শেষে রাতে চলে ভোট গ্রহণ। হঠাৎ মধ্য রাতে এফডিসিতে হাজির হয়ে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করেন তিনি।
অভিযোগ ওঠে তিনি ভোট গণনাকক্ষের পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ১০ মিনিট অবস্থান করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ ওঠে। পরে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলা হলে বাকবিতন্ডা হয়। কেননা, ভোট গণনাকক্ষে প্রবেশের অধিকার কেবলমাত্র প্রার্থী ও তাদের নির্ধারিত এজেন্ট এবং নির্বাচন কমিশনের রয়েছে।
শাকিব খান ভোট গণনাকক্ষে প্রবেশ করায় এক সময় উত্তেজনা ছড়ায় এফডিসির আঙিনায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। ধাওয়ার সময় চিত্রনায়ক সায়মন সাদিক আহত হয়েছেন।
চিত্রনায়ক শাকিব খানকে প্রহৃত করার এই ঘটনার সমালোচনা করেছেন অনেকেই। তারা এই ঘটনাকে ন্যাক্কার জনক বলে মন্তব্য করেছেন।
এইসব ঘটনায় বোঝাই যাচ্ছে শাকিব খানের দিনকাল এখন ভালো যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন