অস্ট্রেলিয়ার কোচ হলেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং

দেশের জার্সিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ‘পন্টার’৷ অস্ট্রেলিয়ার কোচের পদে দেখা যাবে প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে৷ ফেব্রুয়ারিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলের সহকারি কোচের পদ সামলাবেন তিনি৷ কোচের ভূমিকায় দেখা যাবে জাস্টিন ল্যাঙ্গারকে৷
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ দিনই ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া৷ তাই টেস্ট ও টি-২০ দু’টি আলাদা দল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ স্বাভাবিক ভাবেই দু’দের জন্য আলাদা কোচ ঠিক করতে হচ্ছে তাদের৷ ডারেন লেম্যান ভারত সফরে অজি টেস্ট দলের কোচের দায়িত্ব সামলাবেন৷ তাঁর সহকারী থাকবেন ডেভিড সকার৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ দু’টি হবে ১৭ ও ২২ ফেব্রুয়ারি৷ আর ভারতে চার টেস্টের সিরিজ শুরু ২৩ ফেব্রুয়ারি৷
১২ বছর আগে টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতা হিসেবে অভিষেক হয়েছিল পন্টিংয়ের৷ ২০০৫ তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ নেতা হিসেবে অস্ট্রেলিয়াকে দু’টি বিশ্বাকাপ (২০০৩ ও ২০০৭) দিয়েছেন পন্টার৷ ২০০৭ এবং ২০০৯-এ টি ২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি৷ অবসরের পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস দলের কোচের দায়িত্ব পালন করেন পন্টিং৷ এবার দেশের জার্সিতে কোচের ভূমিকায় দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রানের মালিক পন্টিংকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন