অস্ট্রেলিয়াকে আবারো বিধ্বস্ত করলো দক্ষিণ আফ্রিকা
কোনোভাবেই দক্ষিণ আফ্রিকাকে ভাগে আনতে পারছে না অস্ট্রেলিয়া। ক্রিকেটের দুই জায়ান্টের লড়াই চলছে সমানে সমান। তবে দিন শেষে বিজয়ী দলটির নাম দক্ষিণ আফ্রিকা। প্রথম তিনটিতে অসিদের হারিয়ে ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
পোর্ট এলিজাবেথে চতুর্থ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ভেবেছিল লজ্জা কিছুটা হলেও লাগব করার। কিন্তু প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ১৬৭ রানেই অলআউট হয়ে যায় অসিরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাট করতে নেমে কাইল অ্যাবোটের তাপের মুখে পড়েন তারা। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে শুরু করেন অ্যাবোট।
৪০ রান দিয়ে একাই ৪ উইকেট নেন অ্যাবোট। ৩৬ রান নিয়ে ৩ উইকেট নেন তাবরিজ শামসি। অ্যারোন পাঙ্গিসো ১৭ রান দিয়ে নেন ২ উইকেট।
মিচেল মার্শ আর ম্যাথ্যু ওয়েড দু’জনেই করেন হাফ সেঞ্চুরি। মার্শ ৫০ এবং ওয়েড বরেন ৫২ রান। ২৩ রানে অপরাজিত থাকেন ট্রিমেইন। শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ২৯ রানে দুই ওপেনার আউট হয়ে গেলেও ফ্যাফ ডু প্লেসিসের ৬৯ রানে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন