রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা

‘নিরাপত্তা’ শব্দটা আওড়াতে আওড়াতে মুখে ফেনা তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দল এসে নির্বিঘ্নে সিরিজ খেলে গেরেও ‘নিরাপত্তা’ বিষয়টাকে খুঁজেই পাচ্ছেনা অজি ক্রিকেট বোর্ড। শুধু অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মরগ্যানও খুঁজে পাচ্ছেন না নিরাপত্তা। গত বছরের সেই সফরে তিনি বাংলাদেশে না এসে নিজের দেশেই সমালোচিত হয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে আবারও তিনি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাই গতরাতে লন্ডনে সন্ত্রাসী হামলার পর টাইগার ক্যাপ্টেন মাশরাফির কণ্ঠে ফুটে উঠল আক্ষেপ। তিনি বললেন, মরগ্যান এবার বুঝবে বাংলাদেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা।

লন্ডন ব্রিজ এলাকায় এই সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহত এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে টাইগার ক্যাপ্টেন বললেন, “ইংল্যান্ড বাংলাদেশে যাওয়ার পর আমরা বলেছিলাম যে ওদের প্রতি কৃতজ্ঞ। হয়ত মরগ্যান বা হেলসের ভেতর অন্যরকম ভীতি কাজ করেছিল। এখন হয়ত তারাও বুঝবে, কারণ তাদের দেশেও হচ্ছে। পৃথিবীর সব জায়গায় এসব হচ্ছে। যেদিকে তাকান, অনেক সিকিউরড দেশেও। আমাদের দেশে যে নিরাপত্তা থাকে, কিছু হওয়ার সুযোগই নেই। ”

মাশরাফি জানালেন, ঘটনার সময় হোটেলেই অবস্থান করছিল পুরো টিম। টিভিতে সংবাদ দেখে খবর জানা গেছে। আইসিসি, ইসিবি এবং প্রশাসনের পক্ষ থেকে খোঁজ রাখা হয়েছে নিয়মিত। এছাড়া ঘটনার পর হোটেলের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ম্যাশের ভাষায়, “নিরাপত্তা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। এটা আইসিসি ভাববে। হোটেলে নিরাপত্তা বেশ ভালো। এ ধরনের ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটছে। এসবের মধ্যেও আমরা খেলছি এটাই পজেটিভ। এরকম কারণে ওরা আমাদের দেশে খেলতে চায় না। আমার মনে হয়, এখন তারা বুঝতে পারবে। ”

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। এখানে তাদের ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হয়েছিল। এরপরও দলের সাথে আসেননি ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান এবং হেলস। মরগ্যানের পরিবর্তে দলের অধিনায়কত্ব করেন জস বাটলার। সেই সিরিজে ২-১ ব্যবধানে দুঃখজনকভাবে ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজ ড্র করে টাইগাররা। সফর শেষে তখনকার ইংলিশ টেস্ট ক্যাপ্টেন অ্যালিস্টার কুক টুইটারে সব দলকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছিলেন। নিরাপত্তা নিয়েও তিনি নিশ্চিন্ত থাকার কথা টুইট করে জানান। তার এ উদ্যোগ প্রশংসিত হয়েছিল সর্বমহলে। আর সফরে না এসে মরগ্যানরা ইংলিশ ক্রিকেটমহলে এবং মিডিয়ায় তীব্র সমালোচনার কবলে পড়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!