অস্ট্রেলিয়াকে ২৬৪ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়া-পাকিস্তান মুখোমুখি। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করেছে হাফিজের দল।
পার্থে ম্যাচের পঞ্চম ওভারেই অধিনায়ক হাফিজকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন হেজেলউড। দলীয় ৮৫ রানে আরেক ওপেনার শারজিল খান ট্রাভিস হেডের বলে আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ১০০ রানের ভিতরে আসাদ শফিকও ফিরে গেলে দলের হাল ধরেন বাবর আজম ও শোয়েব মালিক। চতুর্থ উইকেট হিসেবে শোয়েব মালিক ব্যক্তিগত ৩৯ রানে আউট হন।
২২২ রানে বাবর আজম যখন প্যাভিলিয়নে ফিরেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছিল দলীয় সর্বোচ্চ ৮৪ রান। এই ডানহাতি ব্যাটসম্যানেরে এটি ছিল ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। ষষ্ঠ ও ষপ্তম উইকেট হিসেবে ওমর আকমল ও ওয়াশিম আউট হন। ওমর আকমলও করেন ৩৯ রান।
পাকিস্তান ২৬৩ রান করে নির্ধারিত ৫০ ওভারে। অজিদের হয়ে হেজেলউড পেয়েছেন ৩টি ও ট্রাভিস হেড পেয়েছেন ২টি উইকেট।
সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন