অস্ট্রেলিয়ার কাছে হেরে অধিনায়কত্ব ছাড়লেন আজহার আলি!
অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তান ওয়ান ডে দলের অধিনায়কত্ব ছাড়লেন আজহার আলি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান জানিয়ে দিয়েছেন আলির জায়গায় ইতিমধ্যেই সরফরাজ খানকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরেই অধিনায়কত্ব যেতে বসেছিল আলির। যখন ইংল্যান্ডের কাছে ৪-১এ সিরিজ হেরেছিল পাকিস্তান। কিন্তু আর একটু সময় দেওয়া হয় তাঁকে। তার পরই ওয়েস্ট ইন্ডিজে তাঁরই নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাড়ায় পাকিস্তান। সাময়িকভাবে সেই সময় চাকরি বেঁচে গেলেও এ যাত্রায় আর বাঁচানো গেল না আলিকে।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান বলেন, আলি আমাকে জানায় অধিনায়কত্বের জন্য তাঁর ব্যাটিং খারাপ হচ্ছে। ও সরে দাঁড়াতে চায়। যে কারণে সরফরাজকে একদিনের দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। এখন টি২০ দলের পাশাপাশি একদিনের দলের দায়িত্ব তাঁর কাঁধে। আজহার আলি অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে মাত্র ৩৭ রান করতে পেড়েছেন। বাকি দুটো ম্যাচে চোট নিয়ে বাইরে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন