অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত হলো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। দ্বিতীয় ম্যাচ চলবে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত।
২০১১ সালের বিশ্বকাপের পরপর বাংলাদেশ সফরে এসেছিলো অস্ট্রেলিয়া। ওই সিরিজে তিনটি ওয়ানডে খেলেছিলো দুই দল। ওই সফরে না খেলা টেস্ট খেলতেই এবার বাংলাদেশ সফরে আসছে অজিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে ওয়ানডে খেলার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত মোট চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই হারতে হয়েছে। তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। টানা ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মুশফিকরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ দারুণ কাজে লাগতে পারতো। কিন্তু বৃষ্টির কারণে এই সিরিজটা জমতে পারলো না।
অস্ট্রেলিয়া বাংলাদেশে পা রাখবে ২৮ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে টানা অনুশীলন। এরপর ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত একটি অনুশীলন ম্যাচে ফতুল্লায় খেলবে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ বিসিবি একাদশ।
৬ অক্টোবর অজিরা উড়ে যাবে চট্টগ্রাম। ৭ ও ৮ তারিখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। ৯ তারিখ থেকে সেখানেই প্রথম টেস্ট। ১৩ তারিখ ম্যাচ শেষ করে ১৪ তারিখ দুই দল চলে আসবে ঢাকায়। এরপর ১৫ ও ১৬ তারিখ অনুশীলনের পর ১৭ তারিখ থেকে ২১ পর্যন্ত চলবে সিরিজের শেষ টেস্ট। ২২ তারিখ ঢাকা ছেড়ে যাবে অজিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন