অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ছক কষে ফেলেছেন মুশফিক

অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন বিরাজ করছে বড় একটা সংকট। বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে দেশটির ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে। এ দ্বন্দ্ব অব্যাহত থাকলে তাদের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তারপরও অস্ট্রেলিয়া আসছে ধরে নিয়েই আসন্ন হোম সিরিজের ছক কষে ফেলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই সিরিজের সাফল্যে আশাবাদী মুশফিক, ‘নিজেদের মাটিতে আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। আমাদের সামনে তাই একটা বড় সুযোগ, দুটি টেস্ট খেলতে পারব বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে। এই দলের বিপক্ষে আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করা। এর আগে ঘরের মাঠে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করতে আশাবাদী আমরা।’
তাই বাংলাদেশ টেস্ট অধিনায়কের সব ভাবনা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে ঘিরেই, ‘আমার সব চিন্তা ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে ঘিরেই। তাদের বিপক্ষে আসন্ন এই সিরিজকে সামনে রেখে আমরা মোটামুটি একটা ছক কষে ফেলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আসার পর সেই পরিকল্পনা অনুযায়ী কাজে নেমে পড়ব আমরা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক-সাকিবদের অনুশীলন ক্যাম্পটি শুরু হয়। দীর্ঘ ছুটি কাটিয়ে আবার অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির পর ২২ দিনের ছুটি পেয়েছিলেন তাঁরা।
অনুশীলনের প্রথম দিনে ফিটনেস কোচ মারিও ভিল্লাভারয়নের অধীনে ক্রিকেটাররা অনুশীলন করেন। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই অনুশীলন। আগামী দুই সপ্তাহ ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলবে। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু হবে মূল প্রস্তুতি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন