অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে চার ‘চমক’!
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জন্য অস্ট্রেলিয়ার ১৭ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক কমিটির ঘোষণা করা দলে ডাক পেয়েছেন দুই -নতুন মুখ ক্রিস লিন এবং অ্যান্ড্রু টাই।
এটাই বড় দুটি চমক। আর ছোট দু’টি চমক হল দলে ফিরেছেন পেসার শন টেইট ও অলরাউন্ডার শেন ওয়াটসন। দলে জায়গা করে নিয়েছেন জন হেস্টিংস, স্কট বোল্যান্ড এবং কেন রিচার্ডসন। তবে দলে জায়গা হয়নি জর্জ বেইলি এবং মিশেল মার্শের।
তবে, ইনজুরির জন্য দলে নেই মিশেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। নির্বাচকরা অবশ্য বলে রেখেছেন, যারা বাদ পড়েছেন, তাদের দলে ঢোকার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি।
অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক). ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হেস্টিংস, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লিঁও, ক্রিস লিন, ট্রাভিস হেড, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, স্কট বোল্যান্ড, শন টেইট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন