অস্ট্রেলিয়ার সফর বিষয়ে পাপন এর বক্তব্য
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবারই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সফর বিলম্বিত করছে তারা। তার উপর সন্ত্রাসীদের গুলিতে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার নিহত হওয়ায় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পরেছে।
তবে এখনো অস্ট্রেলিয়ার সফরের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার তিনি জানান দেরিতে হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে।
এ বিষয়ে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পৃথিবীর প্রত্যেক দেশেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তারপরও বিভিন্ন দেশ সফর করে। বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে কারণে সফর বাতিল করতে হবে। আমি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী। দেরিতে হলেও অস্ট্রেলিয়া এই সফরে আসবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের এই বিষয়ে তৎপরতা লক্ষ্য করলেই বুঝা যায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি নিরাপত্তার বিষয়ে রয়েছে। তাই অজি দলের সফর বাতিলের কোন কারণ নেই।`
বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ফিরে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। তারা অস্ট্রেলিয়ায় ফিরে বোর্ড কর্মকর্তাগণ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন