অস্ট্রেলিয়ায় মুশফিকদের অনুশীলনের প্রথমদিন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসল চ্যালেঞ্জ শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে। তার আগে নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ১০ দিনের অনুশীলন ক্যাম্প করছে সিডনিতে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে আজ (১১ ডিসেম্বর, রোববার) থেকে শুরু হয়েছে ১০ দিনের সেই কন্ডিশনিং ক্যাম্প।
সিডনির ব্ল্যকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে আজ সকালে শুরু হয় তাসকিন-মোস্তাফিজ এবং মুশফিকদের অনুশীলন পর্ব। প্রথম পর্বে যে সব ক্রিকেটার সিডনি গিয়ে পৌঁছেছেন, তারাই আজ প্রথম ট্রেনিং সেশনে অংশ নেন। দ্বিতীয় দলে যারা ঢাকা থেকে রওয়ানা দিয়েছিলেন, তাদের আজ রাতেই অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছানোর কথা।
কন্ডিশনিং ক্যাম্পের জন্য কয়েক দলে ভাগ হয়ে অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার প্রথম দলে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে গিয়েছেন মোট ১২ জন। দ্বিতীয় ধাপে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মাশরাফি-তামিমসহ মোট ৮জন ক্রিকেটার।
সাকিব আল হাসান একা আজ রাতে অস্ট্রেলিয়া রওয়ানা হওয়ার কথা। বিপিএল শিরোপাজয়ী অধিনায়ক একদিন বেশি বিশ্রাম নিয়ে অস্ট্রেলিয়ার ডিসনিতে গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে। শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে রুবেল হোসেন এবং মেহেদী মারূফের। সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে এ দু’জনের।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন