অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে ভেন্যু ও আবহাওয়াও গুরুত্বপূর্ণ
নিউজিল্যান্ড চারে চার। ফলে সবার আগে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ব্লাক ক্যাপসরা।
এই গ্রুপ থেকে বাদ পড়েছে পাকিস্তান ও বাংলাদেশ। এখনো আশা জাগিয়ে রেখেছে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। উভয় দলের পয়েন্ট ৪। এই দুই দলের যেকোনো একটি সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে।
কে হবে নিউজিল্যান্ডের সঙ্গী? সেটা আজ নির্ধারণ হবে মোহালিতে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে আবহাওয়া ও ভেন্যুও গুরুত্ব পাচ্ছে।
এই ভেন্যুতে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুটিতেই অনেক রান হয়েছে। আজও তার ব্যতিক্রম হবে না। ফ্লাট ব্যাটিং পিচে খেলা হবে। ভারত তাদের আগের তিনটি ম্যাচ স্পিন সহায়ক পিচে খেলেছে। আজ তারা ফ্লাট উইকেটে খেলবে। সেক্ষেত্রে তাদের কিছুটা সমস্যা হতে পারে। তবে পাঞ্জাবের অন্তপ্রাণ সমর্থকদের সামনে আজ ভারতের ব্যাটসম্যানদের ক্লাস প্রদর্শনের ম্যাচ। তবে আজকের ম্যাচে যদি টস জিতে ভারত, তাহলে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন ধোনি। কারণ, টার্গেটে খেলতে চাচ্ছেন তিনি। যদিও মোহালিতে আগের দুটি ম্যাচে যে দল আগে ব্যাট করেছে তারাই জিতেছে।
এদিকে আজকের ম্যাচে আবহাওয়াও গুরুত্বপূর্ণ। আবহাওয়াও আজ হয়ে উঠতে পারে ম্যাচের নির্ধারক। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যদি আজ বৃষ্টিতে ভেসে যায়, সেটা সর্বনাশ ডেকে আনতে পারে ভারতের জন্য। বৃষ্টিতে ম্যাচটি মাঠে না গড়ালে রান রেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া সঙ্গী হবে নিউজিল্যান্ডের। আর ভারত সঙ্গী হবে বাংলাদেশ ও পাকিস্তানের। যদিও মোহালির আজকের আবহাওয়া বার্তায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
৩ ম্যাচ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট করে। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে অস্টেলিয়া। অসিদের রান রেট +০.৪৪০। অন্যদিকে ভারতের রান রেট -০.৫৪৬।
সেক্ষেত্রে আজকের ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই ভারতের সামনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন