অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে ও গুলি ছুড়ে দুর্বৃত্তরা একটি সিএনজি ফিলিং স্টেশনের সাড়ে নয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকার সুমন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফিলিং স্টেশনের ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, দুই লাখ টাকার বেশি বহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য আগেই বলা হয়েছিল। কিন্তু ফিলিং স্টেশনের লোকজন কেন সহযোগিতা চাননি তা রহস্যজনক। তবে বিষয়টি ছিনতাই কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য পাম্পের ছয় কর্মচারীকে থানায় আনা হয়েছে।
সুমন ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. ইমরান হোসেন দাবি করেন, তিনিসহ স্টেশনের সুপারভাইজার একরাম ও মো. শাহজাহান দুপুরে নয় লাখ ৬৩ হাজার টাকা ৪৩২ টাকা ব্যাগে নিয়ে চান্দনা চৌরাস্তার আল আরাফাহ ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
ফিলিং স্টেশন থেকে হেঁটে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাঁদের ঘিরে ধরে।
এরপর যুবকরা অস্ত্রের ভয় দেখিয়ে ও কর্মচারীদের কিলঘুষি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায় বলে জানান সুপারভাইজার ইমরান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন