শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্বাভাবিক চেহারা নিয়ে বেড়ে উঠছে বায়োজিদ

জন্মের সময়ই শিশুটি ছিল অস্বাভাবিক। তাকে দেখে ভয়ে আঁতকে উঠতো অনেকেই। তার গায়ে চামড়া ছিল না। দেখতে ছিল ভয়ঙ্কর। যেন ৮০ বছরের রোগাক্রান্ত বৃদ্ধ!

মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে অস্বাভাবিক ওই শারীরিক অবস্থা নিয়ে বেড়ে উঠছে চার বছর বয়সী শিশু বায়োজিদ। অনেকে কটূ কথা বললেও পরম মমতায় বাবা-মা আগলে রেখেছেন তাদের আদরের সন্তানকে।

কিন্তু বায়োজিদের এই অস্বাভাবিক অবস্থা দিনদিন বাবা মায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছেলেকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তারা। কিন্তু চিকিৎকরা তার এই রোগের কারণ নির্ণয় করতে পারছেন না।

শিশুটির বাবা লাবলু সিকদার জানান, বছর পাঁচেক আগে ১৭-১৮ বয়সে তিনি অষ্টম শ্রেণি পড়ুয়া খালাতো বোন তৃপ্তি খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় মাগুরা ম্যাটারনিটি হাসপাতালে বায়োজিদের জন্ম হয়। শরীরের চামড়াবিহীন ভয়ঙ্কর চেহারায় জন্ম নেওয়া শিশুটিকে দেখে তখন মানুষ ভয়ে আঁতকে উঠতো। জন্মের পর থেকেই শিশুটিকে দেখতে ৮০ বছরের রোগগ্রস্ত বৃদ্ধের মত দেখাতো। বর্তমানে তার মুখের ও শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মত ঝুলে গেছে। এ অবস্থায় তাকে মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় চিকিৎসকদের দেখানো হয়। কিন্তু চিকিৎসকরা তার রোগ নির্ণয় করতে পারেননি।

তবে চিকিৎসকসহ অনেকের ধারণা, অল্প বয়স ও নিকটাত্মীয়ের সঙ্গে বিয়ের কারণে জিনগত সমস্যায় এ ধরনের অস্বাভাবিক শিশুর জন্ম হতে পারে।

শিশুটির দাদা হাসেম সিকদার জানান, একমাত্র ছেলের প্রথম পুত্র সন্তান হওয়াতে যেখানে দাদা হিসেবে খুশি হবেন, সেখানে তিনিসহ তার পরিবারের সদস্যরা এক ধরনের কষ্টের মধ্যে রয়েছেন। হাসেম শিকদার বলেন, তিনি অতি দরিদ্র মানুষ। ভিটে-মাটি বিক্রি করেও তিনি নাতির চিকিৎসা করাতে প্রস্তুত। এ জন্য তিনি সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

শিশুটির মা তৃপ্তি খাতুন জানান, এলাকাবাসী তার বিকৃত চেহারার সন্তানটিকে নিয়ে নানা সময় নানান কথা বলেন। অনেকে নানান কুসংস্কার রটান। কিন্তু বৃদ্ধ মানুষের মতো চেহারা ও সারা শরীরে বার্ধক্যের ছাপ নিয়ে জন্ম নিলেও বয়োজিদের মানসিক গঠন ঠিক আছে বলে জানান তিনি। সমবয়সী অন্য শিশুদের মত স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাওয়া-দাওয়া করতে পারে সে। কথা বলতে পারে ও সবকিছু মনে রাখতে পারে।

মাগুরায় মায়ের সঙ্গে বিরল রোগে আক্রান্ত শিশু বায়েজিদতৃপ্তি আক্ষেপ করে বলেন,সব বাবা-মা প্রত্যাশা করেন তার সন্তানের চেহারা ভালো হোক। সুস্থ ও সবল থাকুক। তবে সৃষ্টিকর্তা তাদের সন্তানকে এইভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সন্তান তা যেমনই হোক,তাকে ঠিকই পরম মমতায় আগলে রেখেছেন তিনি।

ফরিদপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফি বাংলা ট্রিবিউনকে জানান, এ ধরনের শিশু সারা পৃথিবীতেই দুর্লভ। এ রোগকে বলা হয় হাচিনসন গিলফোর্ড প্রজেরিয়া সিনড্রম। ১৮৮৬ সালে প্রথম হাচিনসন এধরনের রোগীকে আবিষ্কার করেন। সারা পৃথিবীতে এ পর্যন্ত এ ধরনের সর্বোচ্চ একশ’ রোগীকে শনাক্ত করা গেছে। কয়েকবছর আগে উত্তরবঙ্গে বাংলাদেশের প্রথম প্রজেরিয়া রোগীর সন্ধান মেলে। বায়োজিদ বাংলাদেশে এ ধরনের দ্বিতীয় রোগী।

তিনি আরও জানান, বংশগত বা জিনগত কারণে এই রোগ হয়ে থাকে। বায়োজিদের বাবা-মা নিকটাত্মীয় হওয়ায় এ রোগ হতে পারে। সাধারণত: এ ধরনের শিশুর গড় আয়ু ১৩ বছর। এখন পর্যন্ত এর কোনও ফলপ্রসু চিকিৎসা আবিষ্কৃত হয়নি।
বায়োজিদ3

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র