অ্যাপলের চাকরিতে যে ৩৩টি প্রশ্ন করা হয়
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম অ্যাপল। এ রকম প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কীভাবে সুযোগ পাবেন অ্যাপলে কাজ করার?
কর্মী বাছাই প্রক্রিয়ায় গুগল ও ফেসবুকের মতোই খুব সতর্ক অ্যাপল। নানা পরীক্ষার পর সঠিকভাবে যাচাই-বাছাই করেই নতুন কর্মী নেয় তারা। আর এ জন্য অ্যাপলের ভাইভা বোর্ডে মাঝে মাঝে আজগুবি প্রশ্নও করা হয় কর্মীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য।
অ্যাপলের ভাইভায় করা হয় এমন ৩৩টি প্রশ্ন প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইমস সাময়িকী। বিভিন্ন সময়ে অ্যাপলের ভাইভা বোর্ডের প্রার্থী ছিলেন এমন ব্যক্তিরা জানিয়েছেন এসব প্রশ্নের কথা।
১. আট বছর বয়সী মডেম/রাউটার কাকে বলে? এর কাজ কী? – হোম অ্যাডভাইজার পদের প্রার্থীকে এই প্রশ্ন করা হয়েছিল।
২. আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? – ফ্যামিলি রুম স্পেশালিস্ট।
৩. ধরুন, আপনাকে দুইটা ডিম দেওয়া হলো। আপনি কীভাবে নির্ধারণ করবেন সর্বোচ্চ কততলা থেকে ডিম দুটি নিচে ফেলা হলেও ভাঙবে না? এটা আপনি কীভাবে নির্ধারণ করবেন? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৪. একটা মজার সমস্যার কথা বলেন, সেটা আপনি কীভাবে সমাধান করবেন? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৫. প্রতিদিন কতজন শিশু পৃথিবীতে জন্ম নেয়?- গ্লোবাল সাপ্লাই ম্যানেজার
৬. টেবিলে ১০০টি পয়সা রাখা আছে। এর মধ্যে সবগুলো পয়সারই এপিঠ ও ওপিঠ আছে। ১০টি পয়সার এপিঠ তোলা আছে এবং বাকি ৯০টি পয়সার ওপিঠ তোলা আছে। আপনি পয়সাগুলো ধরতে পারবেন না, দেখতে পারবেন না কিন্তু আপনাকে এপিঠ ও ওপিঠ উঠে থাকা পয়সাগুলোকে আলাদা করে দুটি ভাগে রাখতে হবে।– সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৭. নিজের ব্যাপার বলুন, কী আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৮. আমরা যদি আপনাকে নিই তাহলে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চান? – সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৯. আপনার সামনে তিনটা বাক্স আছে। একটা বাক্সে শুধু আপেল আছে, আরেকটাতে আছে শুধু কমলা, আর তিন নম্বর বাক্সটাতে আছে আপেল-কমলা দুটোই। কিন্তু কোন বাক্সে কী আছে সেটা বাক্সের গায়ে লেখা নেই। আপনাকে একটা বাক্স খুলে দেওয়া হবে। আপনি চোখ বন্ধ করে সেখান থেকে একটা ফল তুলবেন। তারপর আপনাকে বলতে কোন বাক্সে কোন ফল রাখা আছে। সঠিকভাবে বলতে পারবেন? – সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার
১০. দৃশ্যপট : আপনি একজন খুব রাগি ক্রেতার সঙ্গে কথা বলছেন। তিনি ২০ মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। বেশ ক্ষেপেও আছেন তিনি। রেগে গিয়ে বলছেন, হয় তিনি বেস্ট বাই অথবা মাইক্রোসফট স্টোর থেকে কম্পিউটার কিনবেন। এই পরিস্থিতি আপনি কীভাবে সামলাবেন? – স্পেশালিস্ট
১১. আপনি কীভাবে এই কলমটার দাম কমাবেন? – গ্লোবাল সাপ্লাই ম্যানেজার
১২. একজন লোক আপনাকে ফোন দিয়ে বলল, তার কাছে একটা কম্পিউটার আছে, যা আর কোনো কাজেই লাগানো যাবে না। আপনি কী করবেন? – অ্যাপল কেয়ার অ্যাট- হোম কনসালট্যান্ট ক্যান্ডিডেট
১৩. আপনি কি স্মার্ট? – বিল্ড ইঞ্জিনিয়ার
১৪. আপনার জীবনের ব্যর্থতাগুলো কী? আপনি সেসব ব্যর্থতা থেকে কী শিখেছেন? – সফটওয়্যার ম্যানেজার
১৫. আপনি কি কখনো ম্যানেজারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন? আপনি কীভাবে আপনার মত প্রকাশ করেছেন? সুনির্দিষ্ট করে বলুন, ম্যানেজারের সিদ্ধান্ত কী ছিল আর আপনি কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন? শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হয়েছিল? আর আপনার মতামতকে কীভাবে নেওয়া হয়েছিল? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
১৬. আপনি একটি রেকর্ড টার্ন টেবিলে (গান শোনার যন্ত্র) পানিভর্তি একটি গ্লাস রাখলেন। তারপর আস্তে আস্তে রেকর্ডটি ঘোরাতে শুরু করলেন এবং গতি বাড়াতে থাকলেন। এর ফলে কী হবে? গ্লাসটা কাত হয়ে পড়ে যাবে? নাকি উল্টো গিয়ে পানি সব রেকর্ডারের ওপর পড়বে? নাকি পানি ছলকে উঠবে? – মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
১৭. এমন কোনো কাজ কি আপনি করেছেন যেটা নিয়ে আপনি গর্ববোধ করেন? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজার
১৮. আমরা আপনাকে কেন চাকরি দেব? – সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
১৯. আপনি কি সৃষ্টিশীল? আপনার কেন মনে হয় আপনি সৃষ্টিশীল? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
২০. এমন কোনো অভিজ্ঞতার কথা বলুন যেখানে আপনি খুব বিনীত ছিলেন। – অ্যাপল রিটেইল স্পেশালিস্ট
২১. কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? ক্রেতাদের সমস্যার সমাধান করা নাকি ক্রেতাদের কথা ভালোমতো শোনা এবং তাদের ভালো অভিজ্ঞতা দেওয়া?- অ্যাপল অ্যাট হোম অ্যাডভাইজার
২২. অ্যাপল কেন তাদের নাম ‘অ্যাপল কম্পিউটার্স ইনকরপোরেটেড’ থেকে বদলে ‘অ্যাপল ইনকপোরেশন’ রেখেছে?- স্পেশালিস্ট
২৩. আপনাকে বেশ ইতিবাচক মনে হচ্ছে? কোন ধরনের জিনিস আপনাকে হতাশ করে? – ফ্যামিলি রুম স্পেশালিস্ট
২৪. অভিনয় করে দেখান একজন ক্রেতাকে শুধুমাত্র কথা বলে কীভাবে সাহায্য করবেন?- কলেজ অ্যাট-হোম অ্যাডভাইজার
২৫. কী আপনাকে এই ভাইভা বোর্ডে নিয়ে এসেছে? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
২৬. আইটিউনসের মতো একটি অ্যাপে যদি ছবি এসে জমা হতে থাকে এবং মুহূর্তেই সেটা মেমোরি দখল করে ফেলে, তাহলে কী উপায়ে আপনি ছবিগুলো বাদ দেওয়ার ব্যবস্থা করবেন? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
২৭. আপনাকে একটা জার দেওয়া হলো, যেখানে নতুন এবং পুরোনো দুই ধরনের পয়সা রাখা আছে। আপনি একটা পয়সা তুলে নিয়ে তিনবার টস করলেন। প্রথম দুবার এপিঠ এবং শেষবার ওপিঠ পড়ল। আপনি কোন কয়েন দিয়ে টস করেছেন? নতুন না পুরোনো? – লিড অ্যানালিস্ট
২৮. গত চার বছরে আপনার সেরা দিন কোনটি ছিল? আর সবচেয়ে বাজে দিন কোনটি? – ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজার
২৯. আপনি যখন একজন ক্রেতা হিসেবে অ্যাপল স্টোরে প্রবেশ করেন, তখন সবার আগে আপনি কী খেয়াল করেন? অ্যাপল স্টোরের ভিতের ঢোকার পর আপনার অনুভূতি কেমন হয়? – স্পেশালিস্ট
৩০. আপনি কেন অ্যাপলে কাজ করতে চান? অ্যাপলে কাজের সুযোগ পেলে আপনি আপনার আগের কর্মস্থলের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবেন? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৩১. আপনার পছন্দের অ্যাপটি আপনি কীভাবে পরীক্ষা করেন? – সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার
৩২. আগামী পাঁচ বছরে আপনি কী করতে চান? – সফটওয়্যার ইঞ্জিনিয়ার
৩৩. একটা টোস্টার ঠিক আছে কি না সেটা আপনি কীভাবে পরীক্ষা করে দেখবেন? – সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন