অ্যাপে না ঢুকেই কলব্যাক-সহ নতুন তিন দারুণ সেবা নিয়ে এলো হোয়াটসঅ্যাপ !
ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে কিছু দিন আগে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হয়, যা শুধু প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও পড়তে পারে না।
এবার আরও কিছু আপডেট আসছে ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপে। এর মধ্যে অন্যতম হল কলব্যাক অপশন। হোয়াটসঅ্যাপে আসা কোনও কল মিস করলে এই ওয়ান ট্যাপ বাটন থেকে কল করা যাবে অ্যাপে না ঢুকেই।
ফোন রেডারের প্রতিবেদন মতে, এই বাটনটি থাকবে ‘নোটিফিকেশন পেন’-এ, হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশনের পাশেই। এই আপডেটটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’টি প্ল্যাটফর্মেই আসবে।
এই সেবা ছাড়াও কেবল হোয়াটসঅ্যাপের আইওএস প্ল্যাটফর্মের জন্য চালু হবে ভয়েসমেল ফিচার।
এখানেই শেষ নয়, ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রেও নতুন একটি আপডেট আসছে হোয়াটসঅ্যাপে। এখন থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে জিপ ফাইলও।
এসব নতুন আপডেট ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপে যোগ হবে তা এখনও জানা যায়নি। তবে তার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন