অ্যাম্বুলেন্স বিস্ফোরণে মৃত্যু হল চারদিনের শিশুর

ভালো চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে যাওয়ার আগে অ্যাম্বুলেন্স বিস্ফোরণেই মৃত্যু হল চারদিনের শিশুর। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানে জেলায়।
জানা গিয়েছে, দিন চারেক আগেই থানের সরকারি হাসপাতালে একটি শিশু জন্মগ্রহণ করেছিল। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন থানে হাসপাতালে কর্তৃপক্ষ।
সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার রাতে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। একজন চিকিৎসক এবং একজন নার্সও ওই অ্যাম্বুলেন্সে ওঠেন। শিশুটির পরিবারের লোকজন তখনও অ্যাম্বুলেন্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎই অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারটির সশব্দে বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় পুরো অ্যাম্বুলেন্সে। চিকিৎসক এবং নার্স অ্যাম্বুলেন্স থেকে লাফিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন।
কিন্তু চারদিনের শিশুটিকে নিতে ভুলে যান তাঁরা। বিধ্বংসী আগুনে অ্যাম্বুলেন্সের ভিতরেই পুড়ে যায় সে। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। অ্যাম্বুলেন্সটিও পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওই অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি অ্যাম্বুলেন্সেও আগুন ধরে।
তবে দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিদগ্ধ ওই চিকিৎসক এবং নার্স বর্তমানে থানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন