অ্যাম্বুল্যান্সে রোগী নয়, পাচার হচ্ছে মদ!

হর্ন বাজিয়ে ছুটে চলেছে অ্যাম্বুল্যান্স। যেহেতু রোগী নিয়ে যায়, জরুরিকালীন ভিত্তিতে তাই অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দেওয়াই নিয়ম। তবে যে অ্যাম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাওয়া হয়, তাতে করে নিয়ে যাচ্ছে মদ। এই ঘটনাই সামনে এসেছে ভারতের উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুরে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে, মদ পাচার করতে এখন অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে কিছু অসাধু ব্যাবসায়ী। বিহারে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ হয়ে যাওয়ায় এইভাবে মদ পাচার বাড়ছে বাংলা ও বিহার সীমান্তবর্তী এলাকায়। সেখানে চড়া দামে বিক্রি হচ্ছে মদ। বেশি লাভের আশায় এক শ্রেণির ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকায় মদ পাচার করছে। আর মদ পাচারের জন্য তারা ব্যবহার করছে অ্যাম্বুল্যান্স।
গতকাল রাতে মদ পাচারের সময় ধরা পড়ে একটি অ্যাম্বুল্যান্স। গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকাতল্লাশি চালানোর সময় পুলিশকর্মীরা দেখতে পান একটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পুলিশকর্মীরা সামনে গিয়ে দেখেন, প্রচুর বাক্স রয়েছে ভিতরে। এরপর চালককে দরজা খুলতে বলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। দেখা যায়, বিদেশি মদ ভর্তি বাক্সের সারি। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন