‘আঁখে ২’তে দেখা যাবে ক্যাটরিনা এবং শাহিদকে

‘আঁখে ২’ জন্যে শীঘ্রই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং শাহিদ কাপুরকে। ওয়েলকাম ব্যাক ছবিটির কাজ শেষ করার পর ডিরেক্টার এনিস বেযমি জানিয়ে দিয়েছিলেন আঁখে ছবিটির সিকুয়াল তৈরি করবেন। পুড়নো সব অভিনেতাদের বাদ দিয়ে নূতনভাবে তৈরি করবেন এই ছবিটি। সব যদি ঠিকঠাক চলে তবে এই ছবির জন্যে তিনি কাস্ট করতে চান শাহিদ, ক্যাটরিনা এবং নাওয়াজদ্দিন সিদ্দিকিকে। ২০০২ সালে আঁখে ছবিটি প্রথম সিকুয়াল বের হয় এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুস্মিতা সেন। বেজমিকে পুড়নো কাস্টের ব্যপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান পুরনোদের মধ্যে শুধু একজন থাকবেন তিনি হলেন অমিতাভ, তার কারণ ওনাকে ছাড়া ‘আঁখে’ ছবিটি করার কথা চিন্তা করা যায়না। এবার শুধু দেখার অপেক্ষায় ডিরেক্টার ‘আঁখে ২’ ছবির কাজ কখন থেকে শুরু করে। এরমধ্যে বলিউডে এই ছবি নিয়ে বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন