আইএসবিরোধী লড়াই জোরদার করবে যুক্তরাষ্ট্র-ফ্রান্স
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান আরো জোরালো করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।
বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে আইএস দমনে সমন্বিত উদ্যোগের কথা বলেন ওলাদঁ। তাঁকে সমর্থন দেন ওবামা।
সংবাদ সম্মেলনে ওলাদঁ বলেন, তিনি এবং ওবামা ‘যেকোনো জায়গায় সন্ত্রাস মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।’
‘আমরা বিশ্বকে ধ্বংস হতে দিতে পারি না। দায়েশের (আইএস) মোকাবিলায় আমাদের সাধারণ, সমন্বিত ও অনমনীয় উদ্যোগ দরকার’, যোগ করেন ওলাদঁ।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘যেকোনো স্থান থেকে দায়েশকে ধ্বংস করতে হবে। তাদের অর্থনৈতিক ভিতগুলো বন্ধ করতে হবে, তাদের নেতাদের ধরে নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে এবং তাদের নিয়ন্ত্রিত ভূমি পুনরুদ্ধার করতে হবে।’
সংবাদ সম্মেলনে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘ফ্রান্সকে ভালোবাসি তাদের চেতনা এবং সংস্কৃতির জন্য। হামলার (প্যারিসে হামলা) পর থেকে যুক্তরাষ্ট্রের লোকজন প্যারিসে গিয়েছে, আইফেল টাওয়ারের আশপাশে ঘুরেছে, এমনকি হামলায় আক্রান্ত স্থাপনাগুলোর পাশে গিয়েছে।’
গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে ফ্রান্স। এবার এই কাজে যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেল দেশটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন