আইএসের সঙ্গে জোট বাঁধতে পারে বাংলাদেশের জঙ্গিরা!
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার দায় স্বীকারের পর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থন বেড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জঙ্গিদের। দুটি দেশের জঙ্গি সংগঠনগুলো বর্তমানে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করেছে।
নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট জেনস ডটকম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২৫ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর জঙ্গিদের মধ্যে যেমন সাড়া পড়েছিল, তেমনি প্যারিস হামলার পরও উজ্জীবিত দক্ষিণ এশিয়ার জঙ্গিগোষ্ঠীগুলো। এ অঞ্চলের তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ, ভারতে সক্রিয় গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও ইন্ডিয়ান মুজাহিদীন (আইএম) ক্রমে আইএসের দিকে ঝুঁকছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘আর্থিক সংকট বা রাষ্ট্রীয় পদক্ষেপের কারণে যে গ্রুপগুলো এখন দুর্বল, তাদের ইসলামিক স্টেটে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। তবে ইসলামিক স্টেটের সরাসরি আর্থিক ও সরঞ্জামাদির সহযোগিতা ছাড়া এ গ্রুপগুলোর হামলার লক্ষ্যের ধরনে কোনো পরিবর্তন নাও আসতে পারে।’
গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। এ হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলার আগে ও পরে আরো কয়েকটি হামলারও দায় স্বীকার করে বক্তব্য দেয় গোষ্ঠীটি।
বাংলাদেশেও সম্প্রতি কয়েকটি হামলার পর আইএস পরিচয়ে দায় স্বীকার করা হয়। এ ছাড়া গত ১৫ মে ঢাকার আদালতে দাখিল করা পুলিশের একটি অভিযোগপত্রে সাখাওয়াতুল কবীর নামের একজনকে একই সঙ্গে আইএস ও জেমএমবির সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন