বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসের সদস্য ‘সংগ্রহকারী’ অস্ট্রেলিয়া প্রবাসী!

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি এক অভিবাসীকে খুঁজছে পুলিশ। তাঁর নাম আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাউসার।

তাজউদ্দিন আইএসের সদস্য সংগ্রহকারী বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে দ্য ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ তাজউদ্দিনকে খুঁজছে, যিনি অস্ট্রেলিয়ায় এক দশক বসবাস করেছেন।

ডেইলি মেইল জানিয়েছে, ঢাকায় গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষ শুরুতে আইএসের জড়িত থাকার বিষয়টি নাকচ করলেও বিদেশি জঙ্গিরা এতে জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে।

সংবাদ মাধ্যম এবিসি জানিয়েছে, কাউসারের বর্তমান অবস্থান জানে না অস্ট্রেলিয়ায় ফেডারেল পুলিশ এবং এ বিষয়ে তারা মন্তব্য করতে রাজি না। কাউসারের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি নাগরিকসহ ২২ নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গিরা। আইএস এ হামলায় দায় স্বীকার করে।

ডেইলি মেইল জানায়, জঙ্গি হামলায় অংশ নেওয়া তিনজন ঢাকার নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তান ছিলেন।

বাংলাদেশি নিরাপত্তা বিশ্লেষক শাহাব এনাম খান ডেইলি মেইলকে বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে হামলায় আইএস জড়িত। তিনি বলেন, ‘এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ সরকার প্রকৃতপক্ষে আইএসের জড়িত থাকায় বিষয়টি অস্বীকার করেছিল। তবে এখন নতুন প্রমাণ পাওয়া গেছে, নিখোঁজ বেশ কিছু ছেলে এবং সিরিয়ার সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেশি সন্ত্রাসীদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে।’

শাহাব এনাম খান জানান, এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরী ও জাপানের নাগরিক মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকির বিরুদ্ধেও তদন্ত চলছে। তিনি বলেন, ‘একজন কানাডার, আরেকজন জাপানে পড়াশোনা করেছেন, সুতরাং ক্রমবর্ধমান ঝোঁক দেখা যাচ্ছে—আমরা বহুজাতিক যোগসূত্র পাচ্ছি।’

সম্প্রতি জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে নিখোঁজ ১০ যুবকের তালিকা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে তাজউদ্দিনের নাম এ টি এম তাজউদ্দিন বলে উল্লেখ করা হয়।

এ ঘটনার পর তাজউদ্দিনের স্কুলশিক্ষক মা তাহেরা বেগম লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লক্ষ্মীপুর পৌর শহরের আটিয়াতলী গ্রামে তাজউদ্দিনের বাড়ি।

শনিবার রাতে জিডি করার পর তাহেরা বেগম দাবি করেছেন, অস্ট্রেলিয়াপ্রবাসী ছেলে তাজউদ্দিন যে নিখোঁজ ছিলেন, তা তিনি এত দিন জানতেন না। গণমাধ্যমে খবর দেখে তিনি সন্তানের সন্ধান চেয়ে জিডি করেছেন।

গত ১ জুলাই হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী যুবকদের কয়েকজন বেশ আগে থেকে পরিবারের কাছে নিখোঁজ থাকার তথ্য প্রকাশ হওয়ার পর আরো ১০ যুবকের নিখোঁজ থাকার খবর দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো তাজউদ্দিন ২০১৩ সালে সর্বশেষ বাড়ি এসেছিলেন বলে তাঁর পরিবার জানায়।

মা তাহেরা বেগম বলেন, ‘রমজানের কয়েকদিন আগে তাজউদ্দিন বাড়িতে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে এবং আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। তাজউদ্দিন ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় এক তরুণীকে বিয়ে করার পর সে দেশের নাগরিকত্ব পান। ওই তরুণী ইসলাম ধর্মও গ্রহণ করে বলে আমরা জেনেছি। ২০১০ ও ২০১২ সালে তাঁদের দুই ছেলেমেয়ের জন্ম হয়।’

তাজউদ্দিনের বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, ‘সে ২০০৬ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যায়। সেখান থেকেই সে নিখোঁজ হয়। এখন সে কোথায় রয়েছে, তা আমাদের জানা নেই। আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ