আইএস-এর কারাগারে কমান্ডো অভিযানের ভিডিও
গত সপ্তাহে উত্তর ইরাকে ইসলামিক স্টেটের একটি কারাগারে মধ্যরাতের এক নাটকীয় কমান্ডো অভিযানের ভিডিও প্রকাশিত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ওই অভিযানে ৬৯জন জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এতে মার্কিন বিশেষ বাহিনীর কমান্ডো মাস্টার সার্জেন্ট জশুয়া হুইলার নিহত হয়েছেন। আইএসের বিরুদ্ধে স্থল অভিযানে এই প্রথম কোনো মার্কিন সেনা মারা গেলেন। সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে কুর্দিশ আঞ্চলিক সরকার। তাদের অনুরোধেই যুক্তরাষ্ট্র ওই অভিযানে অংশ নেয়। পেন্টাগণ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। একজন কমান্ডোর হেলেমেটের সাথে বসানো একটি ক্যামেরার মাধ্যমে ওই ভিডিওটি ধারণ করা হয়। এতে দেখা যায়, যুদ্ধের ক্যামোফ্লেজ পোশাক পরা সৈন্যরা জ্বলন্ত কারাগারটিতে প্রবেশ করছেন। সৈন্যদের হাত তাদের অস্ত্রর ট্রিগারে রাখা। লম্বা জালাবিয়া (আরবি পোশাক) পরা বন্দীরা হাত উচু করে বেরিয়ে আসছেন (যার অর্থ হলো এটা দেখানো যে তারা নিরস্ত্র)। বন্দীরা নগ্নপদ এবং কারো কারো শরীরে রক্তের দাগ। অন্য একটি দৃশ্যে দেখা যায়, আইএসের সাদা আর কালো পতাকা রাখা একটি অন্ধকার অফিসে প্রবেশ করছেন। উত্তর ইরাকের হাওইজা শহর থেকে ৭ কিলোমিটার দূরে আইএসের একটি কারাগারে এ অভিযান চালানো হয়। অভিযানে কুর্দি পেশমারগা বাহিনীও অংশ নেয়। গত মে মাসের পর আইএসের বিরুদ্ধে এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান। সে সময় আমেরিকার বিশেষ বাহিনী সিরিয়ায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনটির সিনিয়র নেতা তিউনিশীয় নাগরিক আবু সায়াফকে হত্যা করে। তবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি পেটার কুক বলেছেন, এই অভিযান আইএসের বিরুদ্ধে মার্কিন কৌশলের কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে-এমনও কোনো কথা নেই। তবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য কী ধরনের পদক্ষেপ নেবে এটি তার প্রতীক। মার্কিন কর্মকর্তারা জানান, অভিযানে উদ্ধার হওয়া সবাই আরব নাগরিক। এদের মধ্যে ২০ জন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া গুপ্তচর সন্দেহে আইএসের কিছু সদস্যকেও এখানে বন্দী রাখা হয়েছিল। বাকিরা স্থানীয় বাসিন্দা। অভিযানে ২০ আইএস সদস্য নিহত এবং ছয়জনকে বন্দী করা হয়েছে। আইএস এ অভিযান ‘অসফল’ বলে মন্তব্য করলেও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। সূত্র: টেলিগ্রাফ
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন