আইএস কমান্ডার ‘ওমর দ্য চেচেন’ মারা গেছেন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ কমান্ডার ওমর শিশানি মারা গেছেন। তিনি ‘ওমর দ্য চেচেন’ নামেও পরিচিত ছিলেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার জানায়, সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন ।
এর আগে খবর বের হয়, শিশানি সম্ভবত বেঁচে আছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। বিমান হামলায় তার একাধিক দেহরক্ষী নিহত হয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন বলে আমাদের বিশ্বাস।’
গত ৪ মার্চ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে শিশানি নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সোমবার পেন্টাগনের মুখপাত্র এএফপি’কে শিশানির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন শিশানি। আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে তার খ্যাতি রয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন