আইটেম গানে হ্যাপির সঙ্গে নেচেছেন শাকিব


বড় পর্দায় আইটেম নাচ নিয়ে আসছেন আলোচিত মডেল ও অভিনেত্রি হ্যাপি। আগামী ৯ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ধূমকেতু’। এই ছবিতে তিনি একটি আইটেম গানে কাজ করেন। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক শাকিব খান ও পরী মণি।
এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, ‘শাকিব খান এমনিতেই চলচ্চিত্রের জন্য বড় একটা বিষয়। উনার সাথে আছেন নায়িকা পরী মণি। এ ছাড়া ছবির মধ্যে বড় একটা বিষয় হচ্ছে আলোচিত অভিনেত্রি হ্যাপির আইটেম নাচ। এখনকার প্রায় সব ছবিতেই আইটেম গান থাকে। কিন্তু আমি গল্পের প্রয়োজনে আইটেম গানটি ব্যবহার করেছি। আর আইটেম গানে সবাই নতুন কিছু দিতে চায়, আমিও চেষ্টা করেছি দর্শক যেন নতুন কিছু পায়। এই কারণে আসলে নায়িকা হ্যাপিকে দিয়ে গানটি করিয়েছি। আইটেম গানে হ্যাপির সাথে শাকিব খানও নাচ করেছেন। আমি বিশ্বাস করি দর্শকদের কাছে গানটি ভালো লাগবে।’
পরিচালক আরো বলেন, ‘এরই মধ্যে আমি ছবির গান ইউটিউবে প্রকাশ করেছি। দর্শক ভিউ দেখে নিজের কাছে মনে হচ্ছে আসলেই চলচ্চিত্রের দিন ঘুরতে শুরু করেছে। আশা করি ভালো ছবি দিয়ে হলে দর্শক ধরে রাখব।’
ছবিটি নিয়ে পরিচালক হিসেবে তিনি কতটুকু সন্তুষ্ট জানতে চাইলে শফিক বলেন, ‘আমি ছবিটি শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে। সেই হিসেবে আমার সময় বেশি লেগেছে। কিন্তু গল্প বা নির্মাণে আমি কোনো ছাড় দেইনি। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার ছিল আমি সবকিছু দিয়েই ছবিটি নির্মাণ করেছি। গানের দৃশ্যায়ন যদিও আমি দেশে করেছি কিন্তু সেটা ছিল যুগোপযোগী। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
এই ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













