আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের বিষয়ে বাংলাদেশ ‘সীমিত’তদন্ত ও বিচারিক কার্যক্রম চালিয়ে এই বাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রেণে ব্যর্থ বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, মানবাধিকার পালন নিয়ে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের দেশভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক সময়ে যথাযথভাবে নিন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, ব্লগার হত্যা, বিভিন্ন চরমপন্থীর মতামত, গণমাধ্যমে হস্তক্ষেপ ও অনলাইনে মতামতে বাধা, বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য, দুর্বল কর্মপরিবেশ, শ্রম অধিকারসহ যেসব বিষয়ে সমস্যা রয়েছে, তার তালিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন ও অন্যান্য নিগ্রহ, নির্বিচারে গ্রেপ্তার ও আটকে রাখা, দুর্বল বিচারিক ক্ষমতা, স্বাধীনতাসহ বিভিন্ন মানবাধিকারের বিষয় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের যেকোনো সময়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আওয়ামী লীগ ২০১৪ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন