আইনি লড়াইয়ে হেরে গেলেন উইনি ম্যান্ডেলা

বাড়ি নিয়ে আইনি লড়াইয়ে হেরে গেছেন উইনি ম্যান্ডেলা।দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়ির মালিকানা নিয়ে লড়াইয়ে অংশ নিয়েছিলেন উইনি।শেষ পর্যন্ত পরাস্ত হয়ে হার মেনে নিয়েছেন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার জনগণ নেলসন ম্যান্ডেলাকে ‘জাতির জনক’ হিসেবে মান্য করে থাকে।
বিবিসির রিপোর্টে বলা হয়েছে, দেশটির একটি উচ্চ আদালত এ সংক্রান্ত উইনি মাদিকিজিলা ম্যান্ডেলার আবেদন খারিজ করে দিয়ে মামলার সব ব্যয় প্রদান করার জন্য তাকে নির্দেশ দিয়েছে।
আদালতে তিনি দাবি করেন, কুনু গ্রামের ওই বাড়িটি প্রথাগত নিয়মেই তার মালিকানাধীন ছিল।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলা। ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যাওয়ার আগে তিনি তার সম্পদ পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করে দিয়ে যান।
সরকার উত্তরাধিকারসূত্রে বাড়ির মালিকানা দাবি প্রত্যাখ্যান করলে ২০১৪ সালে উইনি ম্যান্ডেলা আদালতের দ্বারস্থ হন।
১৯৯৬ সালে নেলসন ম্যান্ডেলা স্ত্রী উইনি ম্যান্ডেলার সঙ্গে ৩৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটান এবং উইলে উইনিকে কোনোকিছু দিয়ে যাননি।
অপ্রত্যাশিতভাবে তাদের বিয়ে বিচ্ছেদের আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সবচে জনপ্রিয় রাজনৈতিক দম্পতি ছিলেন তারা।
নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবন্দি থাকার পর মুক্তি পাওয়ার ৬ বছরের কিছু বেশি সময়ের মধ্যেই স্ত্রী উইনির সঙ্গে দাম্পত্য জীবনের বিচ্ছেদ টানেন।
১৯৯৯ সালে এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেই নেলসন ম্যান্ডেলা ক্ষমতা থেকে সরে দাঁড়ান
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন