আইনে আস্থা আছে, বিচারে নেই : দীপনের বাবা

গত পাঁচ থেকে সাত বছরের নজির টেনে নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে কিন্তু চলমান বিচারের প্রতি আস্থা নেই।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মামলার প্রস্তুতি নেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফজলুল হক জানান, আইনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই তিনি মামলা করার পক্ষে। তবে তিনি নিজে বাদী না হয়ে দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা এ মামলার বাদী হবেন। এজন্য প্রক্টর অফিসে বসে এরই মধ্যে শাহবাগ থানার একজন দারোগা ও প্রক্টরের উপস্থিতিতে মামলা লেখাও হয়েছে। এখন সেটি শাহবাগ থানায় নিয়ে দায়ের করা হবে।
ফজলুল হক বলেন, আমি মামলার বাদী না হলেও মামলায় সহায়তাকারী হিসেবে থাকছি। গত পাঁচ/সাত বছরের নজির টেনে তিনি বলেন, দেখেন কোনো মামলার রায় হয়েছে কিনা। আর দু’একটি রায় হলেও সেটি কার্যকর হয়েছে কিনা।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সাল আরেফিন দীপন। পরদিন তার লাশ ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন