আইন সংশোধন হচ্ছে মানবপাচার রোধে : আমু
আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানব পাচার রোধে প্রচলিত আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং মানব পাচারের সময় নৌকাডুবির যে করুণ দৃশ্যগুলো, এ বিষয়ে আমরা গুরুত্বসহকারে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা আইনের বিধি-বিধান পরিবর্তন করে কঠিনভাবে এটাকে দমন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে এটা রোধ করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এবং অনেক জায়গায় অনেককে গ্রেফতার করা ও উদ্ধার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন