আইন সংশোধন হচ্ছে মানবপাচার রোধে : আমু
আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানব পাচার রোধে প্রচলিত আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং মানব পাচারের সময় নৌকাডুবির যে করুণ দৃশ্যগুলো, এ বিষয়ে আমরা গুরুত্বসহকারে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা আইনের বিধি-বিধান পরিবর্তন করে কঠিনভাবে এটাকে দমন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে এটা রোধ করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এবং অনেক জায়গায় অনেককে গ্রেফতার করা ও উদ্ধার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
“বাংলাদেশি” ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

বানরেরাও অপহরণ করে!
উত্তর আমেরিকার দেশ পানামার ছোট্ট একটি দ্বীপে প্রাণীজগতের অদ্ভূত একবিস্তারিত পড়ুন

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল
আলোচনায় ছিল অনেকের নাম। তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন যিনি,বিস্তারিত পড়ুন