আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন ডেপুটি স্পিকার
সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৫তম সম্মেলন শেষে প্রতিনিধি দলের নেতা ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মঙ্গলবার সকালে ঢাকা ফিরেছেন।
গত ২৩ অক্টোবর ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সম্মেলনে যোগদানের জন্য জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্যরা জেনেভায় চলমান ১৩৫তম অ্যাসেম্বলির জেনারেল ডিবেটসহ বিভিন্ন গ্রুপ ও কমিটির বৈঠকগুলোতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
সম্মেলনের সাধারণ আলোচনা পর্বে বাংলাদেশের পক্ষে বক্তৃতা করেন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি তার বক্তৃতায় বাংলাদেশের ভাষা অন্দোলন, রক্তার্জিত স্বাধীনতা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও স্বচ্ছ নেতৃত্বের ফলে বাংলাদেশে যে সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে তার চিত্র তুলে ধরেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের শক্ত অবস্থানের বিষয়টিও স্পষ্ট করেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব নেতৃত্বে নারীর ক্ষমতায়নের বিষয়টিও তার বক্তব্যে গুরুত্বের সঙ্গে ব্যক্ত করেন।
এদিকে ২০১৭ সালের এপ্রিলে আইপিইউ`র ১৩৬তম অ্যাসেম্বলি আয়োজনের বিষয়টি সামনে রেখে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্দেশনায় জেনেভায় চলমান ১৩৫তম অ্যাসেম্বলির ভেন্যুতে স্থাপিত বাংলাদেশ ইনফর্মেশন স্ট্যান্ডে বাংলাদেশের চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি, পর্যটনের নয়নাভিরাম ও দর্শনীয় স্থানসমূহ এবং জাতীয় সংসদের অনন্য স্থাপত্যশৈলীর উপস্থাপনা অ্যাসেম্বলিতে যোগদানকারী ডেলিগেটদের আকৃষ্ট করেছে। তারা বাংলাদেশে অনুষ্ঠেয় ১৩৬তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ এবং বাংলাদেশ ভ্রমণে তাদের প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। সর্বশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত শুভেচ্ছা বাণীর ভিডিও ক্লিপ প্রজেক্টরে প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় ১৩৫তম সম্মেলন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন