আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন ডেপুটি স্পিকার

সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৫তম সম্মেলন শেষে প্রতিনিধি দলের নেতা ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মঙ্গলবার সকালে ঢাকা ফিরেছেন।
গত ২৩ অক্টোবর ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এ সম্মেলনে যোগদানের জন্য জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্যরা জেনেভায় চলমান ১৩৫তম অ্যাসেম্বলির জেনারেল ডিবেটসহ বিভিন্ন গ্রুপ ও কমিটির বৈঠকগুলোতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
সম্মেলনের সাধারণ আলোচনা পর্বে বাংলাদেশের পক্ষে বক্তৃতা করেন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি তার বক্তৃতায় বাংলাদেশের ভাষা অন্দোলন, রক্তার্জিত স্বাধীনতা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও স্বচ্ছ নেতৃত্বের ফলে বাংলাদেশে যে সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে তার চিত্র তুলে ধরেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের শক্ত অবস্থানের বিষয়টিও স্পষ্ট করেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব নেতৃত্বে নারীর ক্ষমতায়নের বিষয়টিও তার বক্তব্যে গুরুত্বের সঙ্গে ব্যক্ত করেন।
এদিকে ২০১৭ সালের এপ্রিলে আইপিইউ`র ১৩৬তম অ্যাসেম্বলি আয়োজনের বিষয়টি সামনে রেখে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্দেশনায় জেনেভায় চলমান ১৩৫তম অ্যাসেম্বলির ভেন্যুতে স্থাপিত বাংলাদেশ ইনফর্মেশন স্ট্যান্ডে বাংলাদেশের চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি, পর্যটনের নয়নাভিরাম ও দর্শনীয় স্থানসমূহ এবং জাতীয় সংসদের অনন্য স্থাপত্যশৈলীর উপস্থাপনা অ্যাসেম্বলিতে যোগদানকারী ডেলিগেটদের আকৃষ্ট করেছে। তারা বাংলাদেশে অনুষ্ঠেয় ১৩৬তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ এবং বাংলাদেশ ভ্রমণে তাদের প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। সর্বশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত শুভেচ্ছা বাণীর ভিডিও ক্লিপ প্রজেক্টরে প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় ১৩৫তম সম্মেলন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন