আইপিএলঃ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন না কোহলির দল ?

আইপিএলের দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন বিরাট কোহলিরা। এমনই শঙ্কা তৈরি হয়েছে কোহলির র্যায়াল চ্যাঞ্জার্স বেঙ্গালারুর। যে দলটি ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে আইপিএলের নবম আসরে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে।
তবে চলতি আসরে ইনজুরির কারণে শুরুতে কোহলিকে পায়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর প্রভাবও পড়েছে দলে। হায়দরাবাদের বিপক্ষে বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ায় পর তারকা সমৃদ্ধ এই দলটি বাদ পড়তে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের আগেই। দ্বিতীয় রাউন্ডে যেতে কোহলিদের বাকি সবগুলো ম্যাচে জয় পেতে হবে।
দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন টিকিয়ে রাখতে ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না বেঙ্গালুরুর। তব বাগড়া বাধিয়েছে বৃষ্টি। সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে পিচ থেকে আউট ফিল্ড পুরোটাই ঢেকে ফেলা হয়েছিল। যাতে বৃষ্টির পানি কোনোভাবেই মাঠে পৌঁছতে না পারে।
মাঝে একবার সুপার সপার এনে মাঠ শুকোনোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আবার বৃষ্টি এসে যাওয়ায় মাঠ ঢেকে ফেলা হয়। এই অবস্থায় ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় দেখা দেয়। সময়ের মধ্যে বৃষ্টি না থামলে ওভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ম্যাচটি। ভাগাভাগি করে দেওয়া হয় পয়েন্ট। আর এতেই ধূসর হতে থাকে কোহলিদের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন