শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইপিএলের সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার পথে সাকিব

সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছেন পাঠকরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাতে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড মিলার ও ইউসুফ পাঠান।

এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে সর্বকারের সেরা একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভো পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট।

শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল। ডোয়াইন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড। তবে এর পরই তরতর করে এগিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। মাত্র দুদিনের ব্যবধানে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন তিন ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর পোলে সাকিবের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে, ‘২০১৪ সালের আসরে ১০ উইকেট ও ২০০ রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি। সে বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৩৪, যা ২০০ রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তবে দলের প্রয়োজনে সবসময়ই নির্ভরযোগ্য পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার আইপিএল শিরোপজয়ী দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি, যে কি না মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময়ে তাঁর স্পিন দারুণ কার্যকরী। ’

সাকিবের পরে রয়েছেন ডোয়াইন ব্রাভো। তিনি পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট। সাত হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। আর প্রায় ৫ হাজার ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!