আইপিএলে কোচদের বেতন কত জানেন?
শুরুর সময় থেকেই বাণিজ্য লিগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগের আগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় খেলোয়াড়দের দাম কোটি রুপি ছাড়িয়ে ৩০ কোটি রুপিতে গিয়েও দাঁড়ায়। বলতে গেলে প্রত্যেকটি খেলোয়াড়ই এই লিগ খেলে কোটিপতি বনে গেছেন।
শুধু খেলোয়াড় নয়, আইপিএল কোটিপতি বানিয়ে দিয়েছে কোচদেরও। এমন কয়েকজনের বেতনের অঙ্ক জানলে আপনি অবাকই হবেন। খেলোয়াড়দের নিলাম প্রকাশ্যে হয় বলে তাদের অঙ্কটা সহজে জানা যায়। তবে কোচদের সঙ্গে দলগুলোর চুক্তি সেভাবে সংবাদমাধ্যমেও আসে না। তবে এবার কোচদের বেতনের অঙ্ক ফাঁস করে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া জানায় এখন আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা কোচ হলেন রাহুল দ্রাবিড়। আর সব ঠিক থাকলে ভারত দলের কোচ অনিল কুম্বলে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা কোচ! ভারতের কোচ বিসিসিআইয়ের কাছে নতুন যে দাবি তুলেছেন, সেটা পূরণ হলে বছরে আট কোটি রুপির মতো পাবেন সাবেক এই অধিনায়ক!
২০০৮ সালে ফিরে যাওয়া যাক। প্রথম মৌসুমের আইপিএলে সবচেয়ে বেশি আয় করা কোচের মূল্য ছিল ৪০ লাখ রুপি। তাতেই অনেকের চোখ ছানাবড়া হয়েছে তখন। আর এবারের আইপিএল থেকে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ দ্রাবিড় কামিয়েছেন সাড়ে ৪ কোটি রূপি। আইপিএলের মানদণ্ডে এটাই কোনো কোচের সবচেয়ে বেশি বেতনের রেকর্ড।
টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র অবশ্য জানিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে দুই বছর কোচিং করানো অস্ট্রেলিয়ান রিকি পন্টিং আয় করেছিলেন দ্রাবিড়ের কাছাকাছি। তবে দ্রাবিড় ছাড়িয়ে গেছেন সবাইকে। ভিন্ন ভিন্ন সূত্র থেকে খবর নিয়ে সংবাদমাধ্যমটি জানাচ্ছে আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির কোচ বা মেন্টরের বেতন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর ড্যানিয়েল ভেট্টোরি ও কলকাতা নাইট রাইডার্সে জ্যাক ক্যালিস সাড়ে ৩ কোটি রুপির মতো বেতন পেয়েছেন এবার। কিংস ইলেভেন পাঞ্জাবের বীরেন্দর শেবাগ, মুম্বাই ইন্ডিয়ান্সের মাহেলা জয়াবর্ধনে, সানরাইজার্স হায়দ্রাবাদের টম মুডি ও পুনে রাইজিং সুপারজায়ান্টের স্টিফেন ফ্লেমিং ২.৩ কোটি থেকে ৩ কোটি রূপি পর্যন্ত আয় করেছেন এ বছর।
এও জানা গেছে, কার্যত মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তেমন কোনো কাজ না করলেও দ্রাবিড়ের চেয়ে বেশি সম্মানী পান ভারতীয় এ ক্রিকেট লিজেন্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন