আইপিএলে নতুন দুই দল
আইপিএলে আবার দেখা যাবে পুনেকে। আগামী বছর ভারতের জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের সঙ্গী হবে গুজরাতের রাজকোট। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত নিলামে আইপিএলের নতুন দুই দলের মর্যাদা পেয়েছে পুনে আর রাজকোট। দুটোই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর।
ম্যাচ পাতানো আর স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে আইপিএলে। ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি প্যানেলের সুপারিশে নিষিদ্ধ হওয়া চেন্নাই আর রাজস্থান ২০১৮ সালের আগে ফিরতে পারবে না। সেই শূন্যস্থানই পূরণ করল পুনে আর রাজকোট।
পুনের দলটির মালিকানা পেয়েছে নিউ রাইজিং নামের একটি প্রতিষ্ঠান। ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অধীনে থাকা নিউ রাইজিংকে বছরে প্রায় ৩৪ লাখ ডলার খরচ করতে হবে পুনের ফ্র্যাঞ্চাইজের জন্য। নিলামে রাজকোটের দলটির অধিকার পেয়েছে দিল্লি-ভিত্তিক ইনটেক্স মোবাইলস। তাদের অবশ্য পুনের চেয়ে অর্ধেকেরও কম, ১৫ লাখ ডলার খরচ হবে বছরে।
এর আগেও আইপিএলে অংশ নিয়েছিল পুনে। সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস লিমিটেডের অধীনে পুনে ওয়ারিয়র্স তিন মৌসুম খেলেছিল আইপিএলে। যদিও কোনোবারই তেমন সুবিধা করে উঠতে পারেনি। বরং বার্ষিক ফ্র্যাঞ্চাইজ ফি দিতে না পারায় ২০১৩ সালে আইপিএল থেকে বহিষ্কার করা হয় পুনে ওয়ারিয়র্সকে। তিন বছর পর ২০১৬ সালে আবার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে পুনেকে। অবশ্য মালিকানা বদল হওয়ায় নতুন নামেই তাদের আইপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন