আইপিএলে নতুন দুই দল

আইপিএলে আবার দেখা যাবে পুনেকে। আগামী বছর ভারতের জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের সঙ্গী হবে গুজরাতের রাজকোট। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত নিলামে আইপিএলের নতুন দুই দলের মর্যাদা পেয়েছে পুনে আর রাজকোট। দুটোই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর।
ম্যাচ পাতানো আর স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে আইপিএলে। ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি প্যানেলের সুপারিশে নিষিদ্ধ হওয়া চেন্নাই আর রাজস্থান ২০১৮ সালের আগে ফিরতে পারবে না। সেই শূন্যস্থানই পূরণ করল পুনে আর রাজকোট।
পুনের দলটির মালিকানা পেয়েছে নিউ রাইজিং নামের একটি প্রতিষ্ঠান। ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অধীনে থাকা নিউ রাইজিংকে বছরে প্রায় ৩৪ লাখ ডলার খরচ করতে হবে পুনের ফ্র্যাঞ্চাইজের জন্য। নিলামে রাজকোটের দলটির অধিকার পেয়েছে দিল্লি-ভিত্তিক ইনটেক্স মোবাইলস। তাদের অবশ্য পুনের চেয়ে অর্ধেকেরও কম, ১৫ লাখ ডলার খরচ হবে বছরে।
এর আগেও আইপিএলে অংশ নিয়েছিল পুনে। সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস লিমিটেডের অধীনে পুনে ওয়ারিয়র্স তিন মৌসুম খেলেছিল আইপিএলে। যদিও কোনোবারই তেমন সুবিধা করে উঠতে পারেনি। বরং বার্ষিক ফ্র্যাঞ্চাইজ ফি দিতে না পারায় ২০১৩ সালে আইপিএল থেকে বহিষ্কার করা হয় পুনে ওয়ারিয়র্সকে। তিন বছর পর ২০১৬ সালে আবার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে পুনেকে। অবশ্য মালিকানা বদল হওয়ায় নতুন নামেই তাদের আইপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন