আইপিএলে বাঘের মুখোমুখি সিংহ, আজ আবারো মাঠে নামছে সাকিব ও মুস্তাফিজ
আইপিএলে আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় দিল্লি ডেয়ার ডেভিলসের মুখোমুখি হবে কলকাতা। আর দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে আটটায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে স্বাগত জানাবে সানরাইজার্স হায়দরাবাদ।
নিজেদের শেষ ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়ে জয় পেয়েছিল কলকাতা। ইডেন গার্ডেনের ওই ম্যাচে কোনো দলের একাদশে নেওয়া হয়নি সাকিব কিংবা মুস্তাফিজকে। তবে শেষ ম্যাচে হায়দরাবাদের হারে আজকের একাদশে পরিবর্তন আসতে পারে। এক ম্যাচ বিরতিতে অরেঞ্জ আর্মি শিবিরে ডাক পেতে পারেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজ।
অন্যদিকে আইপিএলের দশম আসরের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিলেও কোনো ম্যাচে এখনও নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। দলটির শেষ ৪টি ম্যাচ দর্শক হিসেবেই খেলা দেখেছেন সাকিব। তবে ফিরোজ শাহ কোটলার স্লো উইকেটে আজ ক্রিস ওকস কিংবা কলিন গ্র্যান্ডহোমের জায়গায় আসতে পারেন সাকিব।
মুস্তাফিজকে নিয়েও স্বপ্ন দেখছেন বাংলাদেশি সমর্থকরা। আইপিএলে এবার নিজের প্রথম ম্যাচটি খেলতে নেমে বল হাতে খুব একটা ভালো করতে পারেননি তিনি। তবে আজ একাদশে ফিরে চেনা মুস্তাফিজকেই দেখা যাবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন