আইপিএলে বাজি ধরে বউ হারালেন ব্যবসায়ী
আইপিএলে বাজির খবর হরহামেশাই আসে। এবার এলো আরো চমকপ্রদ খবর। ভারতের উত্তর প্রদেশের এক ব্যবসায়ী আইপিএল খেলায় বাজি ধরে হারিয়েছেন তার স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর জেলার গোবিন্দনগরে।
পুলিশের তথ্যানুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শেয়ার বাজারে টাকা খাটাতেন। শেয়ার বাজারে প্রচুর টাকা ক্ষতি হওয়ায় আইপিলের একটি খেলায় বউকে বাজি ধরে জুয়া খেলেন এই ব্যবসায়ী। শেষমেশ বাজিতে হেরে বউও হারান এই ব্যবসায়ী।
এর পর থেকেই জসমিত নামের ওই মহিলাকে উত্যক্ত করতে শুরু করে অন্য জুয়াড়িরা। সাহায্যের জন্য পুলিশ ও স্থানীয় সমাজসেবী সংগঠনের দ্বারস্থ হন ওই মহিলা। ঘটনায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা এখনো ধরা ছোয়াঁর বাইরে।
জসমিত জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের প্রথমদিন থেকেই স্বামীর সঙ্গে মনের মিল ছিল না।
তিনি জানিয়েছেন, বিয়ের প্রথম রাতেই তার স্বামী সমস্ত গয়না চেয়ে নেন। এছাড়াও অন্য আরও যে সমস্ত জিনিস তিনি বাপের বাড়ি থেকে এনেছিলেন সবই দিয়ে দিতে বাধ্য হন।
প্রথমে জসমিত জানতেন শেয়ারে টাকা খাটাতেন তার স্বামী। কিন্তু পরে জানতে পারেন তার স্বামী জুয়া খেলেন এবং মাতাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন