আইপিএলে মুস্তাফিজের বল দেখেই বুঝেছি, বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার সেই: ইউসুফ পাঠান
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন মাতানো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মাত্র ভারতের আইপিএল মাতিয়ে দেশে ফিরেছেন। এদিকে আইপিএল শেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ডিভিশন লিগে(ডিপিএল) খেলতে এসেছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সেই ইউসুফ পাঠানও এবার প্রশংসা করলেন মুস্তাফিজের।
বুধবার আবাহনীর হয়ে মাঠে নেমে ৪৭ বলে করেছেন ৬০ রান। তাতে তার দলও জিতেছে।
ম্যাচ শেষে মুস্তাফিজের কথা উঠতেই ইউসুফ পাঠান বলেন, মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে আইপিএলে দুটি ম্যাচেই আমরা ভালো করেছিলাম। তার বিপক্ষে রান করতে সক্ষম হয়েছিলাম। তবে আমি মনে করি, সে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার।
প্রিমিয়ার লিগে খেলা নিয়ে তিনি বলেন, আমি পেশাদার ক্রিকেটার। বিভিন্ন দলের হয়ে খেলেছি। আর আবাহনীতে সাকিব থাকায় সুবিধা হয়েছে। গত ছয় বছর ধরে আমরা কলকাতার হয়ে খেলছি। সাকিবের সঙ্গে একই দলে খেলাটা আমার জন্য বেশ সুবিধার হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন