আইপিএলে ম্যাচের মধ্যেই বিয়ের প্রস্তাব মণীশ পাণ্ডেকে
দু’দিন আগের ঘটনা। রবিবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা ছিল কলকাতা নাইট রাইডার্সের। মণীশ পাণ্ডের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও হারের মুখ দেখতে হয় কেকেআরকে। ওয়াংখেড়েতে এক সময় ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল নাইট রাইডার্স। সেই সময় দলের হাল ধরেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে কেকেআরকে বড় স্কোর এনে দেন তিনি।
ইনিংসের শেষ ওভারে বল করছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। তাঁর ওভারেই ২৩ রান তোলেন মণীশ পাণ্ডে। দুটি বাউন্ডারির পাশাপাশি জোড়া ওভার বাউন্ডারিও হাঁকান তিনি। সেই ওভারেই নাইটদের তারকা এই ব্যাটসম্যান অবিশ্বাস্য কীর্তি অর্জন করেন দুটি বৈধ ডেলিভারিতে ১৮ রান স্কোরবোর্ডে তুলে।
ব্যাট হাতে এমন বিক্রম দেখার পর নারী ব্রিগেডের সামনে পড়ে যান মণীশ পাণ্ডে। এক পর্যায়ে সে মাঠেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মণীশকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখাতে থাকেন তাঁর নারী অনুরাগীরা। নিশু নামের এক কেকেআর সমর্থক তো তাঁকে মেসেজ করেন, ‘মণীশ আমাকে বিয়ে করো। ’ সোমিয়া নামের অন্য এক নারী ভক্ত লেখেন, ‘মণীশ, তোমাকে খুব ভালবাসি। ’ পিঙ্কি আবার ট্যুইট করেন, ‘মণীশ, তুমি কিন্তু ভীষণ কিউট। ’
সোশ্যাল মিডিয়ায় নারী ভক্তদের একের পর এক প্রেম প্রস্তাব পাওয়ার পরেও মণীশ কিন্তু চুপচাপই রয়েছেন। তবে আক্ষেপ একটাই, তাঁর ঝোড়ো ইনিংসও জয় এনে দিতে ব্যর্থ গৌতম গম্ভীরের দলকে। কেকেআর-এর ১৭৯ রানের টার্গেট ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই তুলে দেয় রোহিত শর্মার মুম্বাই। সূত্র: এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন