আইপিএলে যে পাঁচ বিদেশীর ওপর চোখ থাকবে
বহুল প্রতীক্ষিত টি-টুয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে আগামীকাল শনিবার।এবারের আসরে অনেক বড় তারকার ভিড়ে বাড়তি মনোযোগ থাকবে বর্তমান সময়ে অসাধারণ ফর্মে থাকা কয়েকজন ক্রিকেটারের প্রতি।
এমনই এক তালিকা প্রকাশ করেছে ভারতের ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকাটি। তালিকায় এবারের আইপিএলে পাঁচ সম্ভাবনাময় বিদেশী ক্রিকেটার নির্বাচন করা হয়েছে।
১)কার্লোস ব্র্যাথওয়েট
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন তারকা ব্র্যাথওয়েট। গতবছর অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই বিশ্ব ক্রিকেটে সমালোচকদের দৃষ্টি কাড়ে তরুন দীর্ঘদেহী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
কাইরন পোলার্ডের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলে সুযোগটা দুই হাতে লুফে নেন তিনি। ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টি-টুয়েন্টির ফাইনালে শেষ ওভারে পরপর ৪ ছয় হাঁকিয়ে দলকে শিরোপা এনে দেন এই তরুন প্রতিভা।
এবারের আইপিএলে ৪.২ কোটি রুপিতে দিল্লির হয়ে খেলেবেন কার্লোস। ব্যাটে বলে দিল্লির সাফল্য অনেকাংশে নির্ভর করবে এই ক্যারিবিয়ান উড়তি তারকার উপর।
২)জস বাটলার
গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেটে আমুল পরিবর্তন এসেছে। আক্রমণাত্মক ক্রিকেট ও চোখ ধাঁধানো ফিল্ডিংয়ের সাথে সাথে বদলেছে ক্রিকেটিয় চিন্তা ধারা।
জস বাটলার সেই বদলে যাওয়া ইংলিশ দলের তরুন সেনসেশান। এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রতিপক্ষের বোলিং আক্রমনের উপর চড়াও হওয়ার সব ধরনের সামর্থ্য রাখে। এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের(৩.৮ কোটি রুপি) হয়ে খেলবেন তিনি।
৩)অ্যাডাম জেম্পা
অ্যাডাম জেম্পা জানুয়ারিতে হয়ে যাওয়া বিগ ব্যাশ লিগের আবিস্কার। বলের উপর অসাধারণ নিয়ন্ত্রন তার। টি-টুয়েন্টি ফরম্যাটের জন্য জেম্পার লেগ স্পিন যথেষ্ট কার্যকরী। ৩০ লক্ষ রুপিতে এবার জেম্পার ঠিকানা গুজরাট লায়ন্সে।
৪)মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান অভিষেকের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আসছে। এবারের আইপিএলে সবার চোখ স্বভাবতই মুস্তাফিজের দিকে থাকবে।
সদ্য শেষ হওয়া বিশ্ব টি-টুয়েন্টুতে মাত্র তিন ম্যাচে ৯ উইকেট শিকার করে তাক লাগিয়ে দেন তিনি। প্রথমবারের মত আইপিএলে খেলতে আসা মুস্তাফিজের দল হায়দ্রাবাদ। ১.৪ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছেন ভিভিএস লক্ষ্মণের দলটি।
৫)স্যামুয়েল বাদ্রি
ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের পেছনে বাদ্রির লেগ স্পিন বড় ভুমিকা পালন করেছে। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই দুই উইকেট তুলে নেন তিনি।
শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে পাওয়ারপ্লেতে বল করে উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। এবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতাবেন বাদ্রি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন