আইপিএল উদ্বোধনীতে অনুষ্ঠানে এবার আসর মাতাবেন কারা ?
বিনোদন ডেস্ক – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই অন্যরকম কিছু। ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল। বিশ্বের নামিদামি সব ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের ৯ তারিখ শুরু হবে আইপিএলের নবম আসর।
আগের আইপিএলগুলোর মতো এবারো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে নাচের ঝলক। মুম্বাইয়ের ওয়ার্লির সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে আগামী ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারো জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হবে জনপ্রিয় এ ক্রিকেট লিগের।
এবারের আসরে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং এবং সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। এছাড়া সংগীত পরিবেশন করবেন ব্যান্ডদল মেজর লেজার। ব্রিটিশ ব্যান্ডদল দ্য ব্রিটিশ কালেকটিভও সংগীত পরিবেশন করবে বলে শোনা যাচ্ছে। তারকাদের পাশাপাশি ২০০ জন ড্যান্সারও পারফর্ম করবেন এই জমকালো আয়োজনে।
অনুষ্ঠান শুরু হবে ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায়। দুইটি ক্যাটাগরিতে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার এবং ১৫ হাজার টাকা। টিকেট পাওয়া যাবে https://in.bookmyshow.com/ এই ঠিকানায়।
এবারের আয়োজন বিগত বছরের তুলনায় আরো বেশি জাকজমকপূর্ণ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামী ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস’র মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল সিজন নাইন। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন